দেশ

“আমরা কি বেকারত্বের এই পরিসংখ্যান দিয়ে দেশের উন্নয়নের গল্প লিখব?” সেন্টার ফর ইন্ডিয়ান ইকোনমির রিপোর্ট উল্লেখ করে প্রশ্ন বরুণ গান্ধীর

টিডিএন বাংলা ডেস্ক: সেন্টার ফর ইন্ডিয়ান ইকোনমি (সিএফআইই)-এর রিপোর্টের উল্লেখ করে, খোদ নিজের দলের সরকারের বিরুদ্ধেই প্রশ্ন তুলেছেন বিজেপি সাংসদ বরুণ গান্ধী। সেন্টার ফর ইন্ডিয়ান ইকোনমি-এর রিপোর্ট উল্লেখ করে সাংসদ বরুণ গান্ধী আবারও ক্রমবর্ধমান বেকারত্ব প্রসঙ্গে একটি টুইট করে বরুণ গান্ধী বলেন, চলতি বছরের জুন মাসে বেকারত্বের হার ০.৬৮ শতাংশ থেকে বেড়ে ৭.৮ শতাংশে পৌঁছেছে। জুন মাসে ১.৩ কোটি মানুষ বেকার হয়েছে।
বরুণের প্রশ্ন, “আমরা কি এই বেকারত্বের পরিসংখ্যান দিয়ে দেশের উন্নয়নের কাহিনী লিখব?”

সেন্টার ফর ইন্ডিয়ান ইকোনমি (সিএফআইই)-এর রিপোর্টের উল্লেখ করে, বিজেপি সাংসদ বরুণ গান্ধী তাঁর টুইটে লিখেছেন, “এই বছরের জুনে বেকারত্বের হার 0.68 শতাংশ থেকে বেড়ে 7.8 শতাংশে পৌঁছেছে। জুন মাসে ১.৩ কোটি মানুষ বেকার হয়েছে। হরিয়ানায় বেকারত্বের হার 30.6 শতাংশ, রাজস্থানে 29.8 শতাংশ, আসামে 17.2 শতাংশ, জম্মু ও কাশ্মীরে 17.2 শতাংশ, বিহারে 14 শতাংশ।”
শহরের চেয়ে গ্রামে বেকারের সংখ্যা বেশি। বরুণ গান্ধী আরো লিখেছেন, এই পরিসংখ্যান ভয়ানক। “কোটি কোটি কৃষি শ্রমিক ও শ্রমিকদের কর্মসংস্থান নেই। আমরা কি এই পরিসংখ্যান দিয়ে দেশের উন্নয়নের কাহিনী লিখব?”

Related Articles

Back to top button
error: