HighlightNewsদেশ

ভোটে লজ্জার হার, দলিতকে থুতু চাটালেন প্রার্থী!

টিডিএন বাংলা ডেস্ক : পঞ্চায়েত প্রধানের নির্বাচনে দাঁড়িয়েছিলেন। জেতার জন্য ভোটারদের টাকাও দিয়েছিলেন। কিন্তু ফল বেরতেই দেখা গেল, ট্যা ট্যা ফুঁশ! মানে তিনি প্রধান পদে হেরে গিয়েছেন। আর সেই হারের রোষ পড়েছে দুই দলিত ব্যক্তির ওপর। শাস্তি তো পেতেই হবে। মারধর করে, থুতু চাটতে বাধ্য করা হলো দলিতদের। বিহারের ঔরঙ্গাবাদের ঘটনায় তীব্র শোরগোল। পুলিশ অভিযুক্ত বলবন্ত সিংকে গ্রেফতার করেছে।

শাস্তি দেওয়ার সেই ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিওয় দেখা যাচ্ছে, বলবন্ত নিজের হারের জন্য দুই দলিত ব্যক্তিকে মারধর করছেন। বলবন্তকে বলতে শোনা গিয়েছে, তিনি টাকা দিয়েছিলেন ওই দুই দলিতকে ভোট দেওয়ার জন্য। তা সত্ত্বেও তাঁরা ভোট দেননি তাঁকে। তাই তাঁদের শাস্তি দিতে চেয়েছেন তিনি। শাস্তিস্বরূপ কান ধরে ওঠবস করিয়েছেন ওই দুই ব্যক্তিকে। শুধু তাই নয়, মাটিতে থুতু ফেলে দলিতদের ঘাড় ধরে তা চাটতেও বাধ্য করেছেন অভিযুক্ত। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিডিএন বাংলা।

ওই জেলার পুলিশ সুপার কান্তেশ কুমার মিশ্র ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত বলবন্তকে গ্রেফতারও করা হয়েছে। পুলিশের জেরায় অভিযুক্ত জানিয়েছেন, দলিত ২ ব্যক্তি মদ্যপ অবস্থায় উৎপাত করছিলেন। তাই তিনি শাস্তি দিতে চেয়েছিলেন।

Related Articles

Back to top button
error: