টিডিএন বাংলা ডেস্ক : আগামী জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকের মধ্যেই বাজারে ভারতীয় জীবন বীমা নিগমের শেয়ার বিক্রি করা হবে। পাশাপাশি আরও অন্তত গোটা ৫-৬ সরকারি সংস্থার বেসরকারিকরণকে টার্গেট করেছে মোদি সরকার। এমনই জানালেন বিনিয়োগ এবং রাষ্ট্রায়ত্ত সম্পদ তদারকির দফতর ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট-এর সচিব তুহিন কান্ত পান্ডে।
সিআইআই আয়োজিত গ্লোবাল ইকোনমিক সামিটে তিনি বলেন, ২০২২ সালের মার্চের মধ্যে ভারত অর্থ মুভার্স লিমিটেড এবং শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার বেসরকারিকরণ প্রক্রিয়া শেষ করা এবং ভারতীয় জীবন বীমা নিগমকে শেয়ারবাজার নথিভূক্ত করার কাজ শেষ করতে চায় কেন্দ্র।” চলতি অর্থবর্ষের মধ্যে বিলগ্নীকরণ প্রক্রিয়া শেষ করার জন্য ডিসেম্বর-জানুয়ারির মধ্যেই ভারত আর্থ মুভার্স লিমিটেড, পবন হনস, সেন্ট্রাল ইলেকট্রনিক্স, নীলাচল ইস্পাত লিমিটেড এর দরপত্র আহ্বান করা হতে পারে। পান্ডে জানান, আগামী জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে ভারতীয় জীবন বীমা নিগমের শেয়ারবাজারে ছাড়া হতে পারে। ভারতীয় জীবন বীমা নিগমের আইপিও ছাড়া নিয়ে আমরা খুব চেষ্টা করছি।”
চলতি বছরের বাজেটে বেসরকারিকরণ থেকে ১.৭৫ লক্ষ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা রেখেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যার সিংহভাগই আসবে এলআইসি শেয়ার বিক্রি থেকে। এখনও পর্যন্ত এই বিলগ্নীকরণ এর মাধ্যমে মাত্র ৯৩৩০ কোটি টাকা তুলতে পেরেছে কেন্দ্র।