টিডিএন বাংলা ডেস্ক : জেএনইউ-র ছাত্র সার্জিল ইমামের জামিনের আবেদন খারিজ করল দিল্লির এক আদালত। সরকারি আইনজীবী আদালতে দাবি করেছেন জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে সিএ-বিরোধী জমায়েতে তাঁর বক্তব্য শুনেই এই ভাঙচুর এবং হামলার ঘটনা। যা শুনে বিচারকের পর্যবেক্ষণ, শার্জিলের বক্তব্য আমারও সাম্প্রদায়িক ও বিভাজনের রাজনীতি বলে মনে হয়েছে। এই ধরণের বক্তব্যে শান্তি সম্প্রীতি নষ্ট হতে পারে।
২০১৯ সালে দিল্লির জামিয়া নগর এলাকায় দাঙ্গার ঘটনা ঘটে। শার্জিলের বিরুদ্ধে অভিযোগ, তাঁর উস্কানিমূলক প্রচার আগুনে ঘি ঢেলেছিল। সেই অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। শুক্রবার শার্জিলের জামিনের আবেদন খারিজ করতে গিয়ে বিচারক অনুজ আগরওয়াল বলেন, শার্জিলের বক্তব্য আমারও সাম্প্রদায়িক ও বিভাজনের রাজনীতি বলে মনে হয়েছে। এই ধরণের বক্তব্যে শান্তি সম্প্রীতি নষ্ট হতে পারে।