HighlightNewsআন্তর্জাতিক

নেপালে আস্থা ভোটে বিজয়ী শের বাহাদুর দেউবা

টিডিএন বাংলা ডেস্ক: নেপালের সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায়ের মাধ্যমে শের বাহাদুর দেউবা পঞ্চম বারের মতো নেপালের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। আইন অনুযায়ী সংসদে সংখ্যাগরিষ্ঠের সংসদের সমর্থন আছে কিনা সেটা প্রমান করতে হয়। সেই অনুযায়ী আজ রবিবার নেপালের সংসদে অনুষ্ঠিত হয় আস্থা ভোট। আস্থাভোটে প্রয়োজনের তুলনায় অধিক ভোটে বিজয়ী হলেন শের বাহাদুর দেউবা। আর এর মধ্য দিয়ে শের বাহাদুর দেউবা নেপালের প্রধানমন্ত্রী হিসেবে টিকে গেলেন। ৭৫ বয়সী শের বাহাদুর ইতিপূর্বে চারবার নেপালের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন‌। এই নিয়ে পাঁচবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে তিনি রেকর্ড সৃষ্টি করেছেন নেপালের রাজনীতির ইতিহাসে। আস্থাভোটে প্রয়োজন ছিল ১৩৬টি ভোট, কিন্তু তিনি ১৬৫টি ভোটে আস্থা ভোটে বিজয়ী হয়েছেন। অন্যদিকে তার বিপক্ষে পড়েছে ৮৩টি ভোট। উল্লেখ্য যে, নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি রাজনৈতিক অস্থিরতার কারণে একতরফাভাবে পার্লামেন্ট ভেঙে দেয়। এর বিরুদ্ধে আদালতে গেলে সুপ্রিম কোর্ট পার্লামেন্ট ভেঙে দেওয়াকে সংবিধান লঙ্ঘন বলে আখ্যা দেয়। একসঙ্গে সংখ্যাগরিষ্ঠ সাংসদের সমর্থন হারানোয় কে পি শর্মাকে প্রধানমন্ত্রী থেকে বরখাস্ত করতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। পাশাপাশি সংখ্যাগরিষ্ঠ সাংসদের সমর্থন পাওয়ায়, সুপ্রিম কোর্ট শের বাহাদুরকে নেপালের প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করতে নির্দেশ দেয় প্রেসিডেন্টকে। আস্থা ভোটে বিজয়ী হওয়ার পর শের বাহাদুর বলেন, “তাঁর সরকারের প্রথম লক্ষ্য হবে দেশকে করোনা মুক্ত করা”। তিনি আরও বলেন “তিন মাসের মধ্যে দেশের এক-তৃতীয়াংশ নাগরিককে এবং এপ্রিল মাসের মধ্যে সমস্ত নাগরিককে টিকার আওতায় আনা হবে”।

Related Articles

Back to top button
error: