টিডিএন বাংলা ডেস্ক : গত ২৬শে অক্টোবর বাংলার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হল। হিন্দু-মুসলমানের সম্প্রীতি ও ঐক্যের দূত, নিপীড়িত-বঞিত বাঙালির নয়নের মণি , অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরে বাংলা ফজলুল হকের ১৪৮তম জন্মবার্ষিকী উদযাপন করা হল ভূমিপুত্র উন্নয়ন মোর্চা অফ ইন্ডিয়া(BHUMI)র পক্ষ থেকে । ভূমি মনে করে শেরে বাংলা ফজলুল হককে নিয়ে চর্চা বাঙালির বাঙালিত্ব জাগরণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম৷শেরে বাংলার জন্মবার্ষিকী পালনে যে সব ভূমিযোদ্ধাগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম হল ওয়াহেদ মির্জা, আরিফ হোসেন ও আসফাক আহমেদ৷ ভূমির তরফে শেরে বাংলার জন্মবার্ষিকী পালনের উদ্যোগ বাংলার চারটি জেলায় সংগঠিত হয়েছে। জন্মবার্ষিকী পালন করা হয়েছে করোনা আবহে স্বাস্থ্য রীতি মেনেই। শেরে বাংলার মজলুম বাঙালির অধিকার নিয়ে লড়াইয়ের গাথা আবার স্মরণ করার প্রয়োজন বোধ করছে পুরো বাংলা৷
ভার্চুয়াল প্লাটফর্মে ভূমি শেরে বাংলার জন্মবার্ষিকী পালন করছে ভূমির ২০২০ থেকে। ভূমি শেরে বাংলার অসাম্প্রদায়িক আদর্শকে পাথেয় করে আগামী দিনে সমাজ বদলের ডাক দেবে বলে জানান ভূমির কোর কমিটির অপর গুরুত্বপূর্ণ সদস্য শেখ আবদুল মুরাদ ৷ ভূমিযোদ্ধা কোর কমিটির অন্যতম সদস্য গবেষক রামিজ রাজা বলেন যে ফজলুল হকের চিন্তা-চেতনা-চরিত্রের মাধ্যমে ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি ঐক্যবদ্ধ হবে, মুক্তির পথ খুঁজে পাবে৷