টিডিএন বাংলা ডেস্ক : শিনা বোরা হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড়। জীবিত রয়েছেন শিনা। তাকে কাশ্মীরে দেখা দিয়েছে। সিবিআই-এর কাছে এমনই দাবি করেছেন এই হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত ইন্দ্রানী মুখোপাধ্যায়। এক সহবন্দির থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সিবিআইকে অনুসন্ধান করে দেখার অনুরোধ জানিয়েছেন ইন্দ্রানী। তবে ফরেনসিক রিপোর্টকে প্রশ্নের মুখে ফেলে ইন্দ্রাণীর সেই দাবি, কতটা গুরুত্ব পাবে তা নিয়ে প্রশ্ন থাকছেই।
সূত্রের খবর, ২৭ নভেম্বর সিবিআই প্রধানকে একটি চিঠি লেখেন ইন্দ্রানী। দাবি করেছেন, তার
এক সহবন্দি একজন মহিলা সরকারি আধিকারিক কিছুদিন আগে ইন্দ্রানীকে জানান, তিনি কাশ্মীরের শ্রীনগরে শিনাকে দেখেছেন। কিন্তু সেই বন্দি কবে কাশ্মীরে গিয়েছিলেন, কবে শিনাকে দেখলেন, তিনি যে শিনা তা কীভাবে নিশ্চিত হলেন সে ব্যাপারে কোনও উত্তর মেলেনি। ইন্দ্রাণীর আইনজীবী সানা রইস খান ২৮ ডিসেম্বর বিশেষ সিবিআই আদালতে ইন্দ্রানীর জন্য নতুন করে জামিনের আবেদন জানাবেন।
২০১৫ সাল থেকে জেলবন্দি ৪৯ বছরের ইন্দ্রানী। অভিযোগ তার প্রথম পক্ষের স্বামী সিদ্ধার্থ দাস এর সঙ্গে বৈবাহিক সূত্রে হওয়া সন্তান ২৫ বছরের শিনা বোরাকে খুন করেছেন তিনি। আর এই কাজে তাকে সাহায্য করেছেন ইন্দ্রানীর দ্বিতীয় পক্ষের স্বামী সঞ্জীব খান্না। ২০১২ সালে এই ঘটনা প্রথম প্রকাশ্যে আসে। এইমসের ফরেনসিক ডিপার্টমেন্ট উদ্ধার হওয়া কঙ্কালের বিশ্লেষণ করে জানায়, ওই কঙ্কাল শিনা বোরারই।