HighlightNewsরাজ্য

জাপানে বিপুল ভোটে বিজয়ী শিনজো আবের এলডিপি পার্টি

টিডিএন বাংলা ডেস্ক: নিজের রক্ত দিয়ে দলের জয় নিশ্চিত করে গেলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। গতকালই জাপানে অনুষ্টিত হয়ে গিয়েছে সেই দেশের সংসদ নির্বাচন। আর আজ প্রকাশিত হয়েছে সেই ভোটের ফলাফল। ভোটের ফলাফল প্রকাশ পেতেই দেখা যায় বিপুল ভোটে বিজয়ী হয়েছে শিনজো আবের এলডিপি পার্টি। ২৪৮ আসনের উচ্চ কক্ষের ভোটে শাসক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং তাদের শরিক ফল কোমেইটো ১৪৬ আসন পেয়েছে, যা সংখ্যাগরিষ্ঠতার থেকে অনেকটাই বেশি। এই ফল প্রকাশিত হতেই বিজয়ের আনন্দে মেতেছে শাসক দল লিবারাল ডেমোক্রেটিক পার্টি (LDP) এবং তাদের জোট শরিকেরা। যদিও শিনজো আবের সেই নৃশংস হত্যা স্মৃতি জয়ের আনন্দকে ম্লান করে দিয়েছে।

উল্লেখ্যে যে, এই নির্বাচনের জন্য অসুস্থ্য শরীর নিয়েই দলের হয়ে প্রচারে বেরিয়ে ছিলেন শিনজো আবে। ভোটের ২ দিন আগে এমনই একটি প্রচার সভায় বক্তব্য দেওয়ার সময় প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে এক আততায়ী। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে কিছুক্ষণের মধ্যেই নিহত হন তিনি। তার হত্যার দায়ে একজনকে ঘটনাস্থল থেকেই গ্রেরেফতার করে নিরাপত্তা বাহিনী। এই ঘটনায় আর কারা কারা জড়িত ছিল তা জানতে শুরু হয়েছে তদন্ত।

Related Articles

Back to top button
error: