টিডিএন বাংলা ডেস্ক : সবেমাত্র রোদের মুখ দেখেছিল বাংলা। দুর্যোগ কাটিয়ে ফিরে ছিল স্বস্তি। কিন্তু সেই স্বস্তি স্থায়ী হলো না বেশিদিন। আজ থেকে ফের ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
পুজোর আগে বন্যায় ভেসেছে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরের বহু জায়গা। সেই ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি দুর্গতরা। এরইমধ্যে ফের বানভাসি হওয়ার আশঙ্কা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিয়েছে। এবার দক্ষিণ-পূর্ব দিক থেকে সামুদ্রিক বাতাসের জেরে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। বর্তমানে দক্ষিণ ভারতের তেলেঙ্গানার উপরে একটি নিম্নচাপ অবস্থান করছে। দক্ষিণ-পূর্ব দিক থেকে সমুদ্রের উপর দিয়ে আসা জলীয় বাষ্পপূর্ণ বায়ুর জেরে আজ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়। তেলেঙ্গানার পাশাপাশি আরও একটি নিম্নচাপ অবস্থান করছে আরব সাগরের উপরে। যার প্রভাবে ইতিমধ্যেই তামিলনাড়ু ও কেরালায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সমান্তরালভাবে রয়েছে ভূমধ্যসাগর থেকে আসা পশ্চিমী ঝঞ্ঝার উপস্থিতিও।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, রবিবার থেকেই দক্ষিণবঙ্গে জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ ও পূর্বের বাতাস ঢুকছে শুরু করেছে। যার প্রভাবে আজ কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরের বেশ কিছু এলাকায় ৭০-১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সর্তকতা রয়েছে।
এই বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। পাশাপাশি মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের দুর্যোগ শুরু হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস।