টিডিএন বাংলা ডেস্ক: আর্থিক তছরুপের মামলায় শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে তলব করেছে ইডি। এদিন সকাল ১১টায় তাঁকে ইডি অফিসে রিপোর্ট করতে বলে তদন্তকারী সংস্থা। এর আগেও সঞ্জয় রাউতকে ইডি সমন জারি করে সঞ্জয় রাউতের জবানবন্দি রেকর্ড করেছে। গত ১ জুলাই তাঁকে ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।