HighlightNewsদেশ

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করবে শিবসেনা; জানালেন সঞ্জয় রাউত

টিডিএন বাংলা ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে লড়াইয়ে নামবে এবার শিবসেনা। শিবসেনা নেতা ও দলের মুখপাত্র সঞ্জয় রাউত জানিয়েছেন শিবসেনা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করবে। এ প্রসঙ্গে একটি টুইট করে লিখেছেন, “এবার সময় এসেছে সেই বহু প্রতীক্ষিত খবরের। শিবসেনার সভাপতি উদ্ধব ঠাকরে সঙ্গে কথোপকথনের পর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা খুব শীঘ্রই কলকাতা পৌছচ্ছি। জয় হিন্দ, জয় বাংলা।”

প্রসঙ্গত, মহারাষ্ট্রে শিবসেনা কংগ্রেস এবং এনসিপির সঙ্গে জোটবদ্ধ হয়ে সরকার চালাচ্ছে। এই পরিস্থিতিতে যদিও শিবসেনা পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে এ রাজ্যেও কংগ্রেসের সঙ্গে জোট করবে কিনা তা সেই অর্থে স্পষ্ট নয়। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের বিরুদ্ধে লড়াইয়ে ইতিমধ্যেই বাম দলগুলোর সাথে জোটবদ্ধ হয়ে লড়াই করছে কংগ্রেস। অপরদিকে বিজেপিও একটি শক্তিশালী বিরোধী শিবির হিসেবে নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি করে চলেছে। এই পরিস্থিতিতে শিবসেনা রাজ্যে আসার পর বাম ও কংগ্রেসের সাথে হাত মিলিয়ে লড়াইয়ে নামলে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির সঙ্গে আর একটি শক্তিশালী বিরোধী পক্ষ রাজ্যে তৈরি হতে পারে বলে মন্তব্য রাজনৈতিক মহলের।

Related Articles

Back to top button
error: