শিব, কৃষ্ণ ও রাম ভারতীয় মুসলিমদের পূর্বপুরুষ, দাবি যোগীর মন্ত্রীর

টিডিএন বাংলা ডেস্ক : বিতর্কিত মন্তব্য করে বসলেন যোগী রাজ্যের পরিষদীয় প্রতিমন্ত্রী। ”ভারতীয় মুসলিমদের পূর্বপুরুষ ভগবান শিব, কৃষ্ণ ও রাম। তাই প্রত্যেক ভারতীয় মুসলিমদের উচিত, ভারতীয় সংস্কৃতি ও সভ্যতার সামনে নত মস্তকে দাঁড়ানো।” এমনই মন্তব্য করে বিতর্কে মন্ত্রী আনন্দ স্বরূপ শুক্ল। বিতর্কিত মন্তব্য এখানেই শেষ নয়, এরপর শুরু হয় কুকথার বন্যা। তিনি বলেন, দেশের কিছু মুসলিমের স্বপ্ন ইসলামিক পৃথিবী গড়ার। বিদেশের একাধিক দেশের মুসলিমরা বিশেষ করে আফগানিস্তান ও সিরিয়ার মানুষেরা সেটাই চায়। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জন্যই সেই ইসলামিক পৃথিবী গড়ার ভাবনাকে ধ্বংস করবে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও নরেন্দ্র মোদি হিন্দুত্বের পতাকা সবার উপরে তুলেছেন।”
তিনি একটি জনসভায় দাবি করেছেন, বিগত সাড়ে ৪ বছরে যোগী সরকার অনেক কাজ করেছে। কিছুদিন আগেই আফগানিস্তানের তালিবান শাসনের প্রশংসা করে এক সপা নেতা বিতর্কে জড়ান। তাঁর বিরুদ্ধে এফআইআরও হয়। সেই প্রসঙ্গে বিজেপি বিধায়ক জানিয়েছেন, ”কিছু সপা নেতারা আবার এই জঙ্গিদের সমর্থন জানায়। তাঁরাই আসল জঙ্গি বলে আমার ধারণা।” এদিন তাঁর নিশানায় ছিলেন হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। ওয়াইসিকে আক্রমণ করে স্বরূপ শুক্লা বলেন,”ভারতে কারও কারও ইসলামিক রাষ্ট্র গড়ার মনোভাব রয়েছে। তাঁরা বোকা, সেই মানুষগুলির জন্যই মুসলিমদের ভয়। কিন্তু ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে সেই আশা পূর্ণ হবে না।”