HighlightNewsদেশ

টিকিট না পেয়ে ক্ষুব্ধ বিজেপি নেতা, চিঠি লিখে ইস্তফা দিলেন শোভন-বৈশাখী

টিডিএন বাংলা ডেস্ক: নির্বাচনের দিন যত এগিয়ে আসছে রাজনৈতিক তরজাও ততো তীব্র হচ্ছে। একের পর এক ঘটে চলেছে দলবদলের কর্মসূচি। এরইমধ্যে রাজ্যের শাসকদল তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগদান করা কলকাতার প্রাক্তন মেয়র শোভন চক্রবর্তী এবার ইস্তফা দিলেন গেরুয়া শিবির থেকেও। সূত্রের খবর অনুযায়ী টিকিট না পেয়ে অসন্তুষ্ট হয়েই রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ কে রীতিমত চিঠি লিখে নিজেদের দল ছাড়ার কথা ঘোষণা করেছেন শোভন চক্রবর্তী এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, বেহালা থেকে শোভন চক্রবর্তী এবং কসবা আসন থেকে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বিজেপির প্রার্থী হবেন বলে আশা করেছিলেন। এ নিয়ে আলোচনা হয়েছিল দলের অভ্যন্তরে। যদিও বিজেপির সদ্যপ্রকাশিত দ্বিতীয় প্রার্থী তালিকায় কসবা আসন থেকে বিজেপির প্রার্থী হয়েছেন ডক্টর ইন্দ্রনীল খান। অপরদিকে বেহালা পূর্ব থেকে বিজেপির প্রার্থী হয়েছেন টলিউড অভিনেত্রী পায়েল সরকার।

 

 

Related Articles

Back to top button
error: