বিহারে সেতু ধসের ঘটনায় নির্মাণ সংস্থাকে কারণ দর্শানোর নোটিশ জারি

ছবি সংগৃহীত

টিডিএন বাংলা ডেস্ক: বিহারের ভাগলপুরে আগুয়ানি-সুলতানগঞ্জ সেতু ভেঙে পড়ার ঘটনায় নির্মাণ সংস্থাকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে বিহার সরকার। সড়ক নির্মাণ বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব প্রত্যয় অমৃত জানিয়েছেন, নির্বাহী প্রকৌশলীকে বরখাস্ত করা হয়েছে। বিহারে যে সেতুটি ভেঙে পড়ে গেছে তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৪ বছর আগে। ১ হাজার ৭১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটির একটি অংশও দু’বছর আগে ভেঙে পড়ে।