উচ্চ মাধ্যমিকে তৃতীয় শ্রেয়া মল্লিকের আশা ইংরেজিতে উচ্চশিক্ষিত হওয়া, কিন্তু অর্থনৈতিক দুরাবস্থা চিন্তা বাড়াচ্ছে পরিবারের
নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: পূর্ব ঘোষণা অনুযায়ী পরীক্ষার ৫৭ দিন পর আজ বুধবার প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। মেধাতালিকা প্রকাশ হতেই খুশির হাওয়া শ্রেয়া মল্লিকের ছোট্ট ঘরে। রাজ্য মেধাতালিকায় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয় ছাত্রী শ্রেয়া মল্লিক সারা রাজ্যের মধ্যে যৌথ ভাবে তৃতীয় স্থান অধিকার করেছেন। শ্রেয়া ৪৯৪ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছেন। একই সঙ্গে তারই স্কুল থেকে মেধাতালিকায় স্থান পেয়েছেন আরও ২ জন। স্কুলের এই সাফল্যে স্বভাবতই অত্যন্ত খুশি স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থীরাই। একে বারে গরিব ঘরের সন্তান শ্রেয়া মল্লিকের স্বপ্ন ভবিষ্যতে ইংরেজি মাধ্যম থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া। তার এই সাফল্যে অত্যন্ত খুশি সে। ভালো ফল হবে এই ধারণা থাকলেও মেধাতালিকায় স্থান পাবেন তাও আবার প্রথম দিকেই সেটা তিনি ভাবেননি বলে জানিয়েছেন নিজেই।
জানা গিয়েছে, শ্রেয়ার বাবা বালুরঘাট জজ কোর্টের একজন সাধারন মুহরি। শ্রেয়ার মা জানান মেয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাইলেও আর্থিক অবস্থা খুব একটা ভালো না হওয়ার কারণে বড়ো কোনো কিছু ভাবতে পারছেন না তারা। তার মা বলেন, আমাদের আর্থীক অবস্থা খুব একটা ভালো নয়। তাই তাদের ইচ্ছা বালুরঘাটে থেকেই ভালো কিছু করুক মেয়ে। আগামীতে তার মেয়ে বালুরঘাট কলেজ থেকেই ইংরেজি মাধ্যমে পড়াশোনা চালিয়ে যেতে চায় বলেও জানান তার মা। পরিবারের সচল না হওয়ার কারণেই তার বাড়ির পরিজনদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। প্রসঙ্গত, এই বছর মেধাতালিকায় প্রথম দশের মধ্যে স্থান পেয়েছেন মাত্র ৮৭ জন।