HighlightNewsরাজ্য

অ্যাডিনো-আতঙ্ক, শিশু মৃত্যু, ডিএ-আন্দোলন নিয়ে ফের তৃণমূল সরকারকে নিশানা করলেন শুভেন্দু

টিডিএন বাংলা ডেস্ক: অ্যাডিনো-আতঙ্ক, শিশু মৃত্যু এবং ডিএ-আন্দোলন নিয়ে ফের তৃণমূল সরকারকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা ট্যুইটে লেখেন, অ্যাডিনো-ভাইরাসে পেডিয়াট্রিক পরিকাঠামো উন্নয়নের উদ্যোগ নেই, শিশুদের মৃত্যু হচ্ছে। ডিএ হিসেবে মুখ্যমন্ত্রী ৩ শতাংশ অথবা তাঁর মুণ্ড নিতে বলছেন। আর পঞ্চায়েত ভোটের আগে রাস্তাশ্রী প্রকল্পের প্রচারের বিজ্ঞাপনে কোটি কোটি খরচ করা হচ্ছে। কারণ, গ্রাম পঞ্চায়েতগুলো তৃণমূলের রুটি-রুজির জায়গা। খাজনার চেয়ে বাজনা বেশি। একটা দেউলিয়া হয়ে যাওয়া সরকার রাজনৈতিক স্বার্থে জনগণের টাকা নয়ছয় করছে।

Related Articles

Back to top button
error: