HighlightNewsদেশ

ক্ষুধা সূচকে আরও নামল ভারত, মোদিকে ”অভিনন্দন” খোঁচা সিব্বলের

টিডিএন বাংলা ডেস্ক : খিদের জ্বালায় পুড়ছে গোটা দেশ। বিশ্ব ক্ষুধা সূচকে আরও নেমে গেল ভারত। তাৎপর্যপূর্ণ ভাবে এবারও ভারতকে পিছনে ফেলে এগিয়ে গেছে পাকিস্তান, বাংলাদেশ এমনকী নেপালের মতন দেশও। অর্থাৎ মোদি সরকার মুখে যতই উন্নয়ন কিংবা ডিজিটাল ইন্ডিয়ার কথা বলুক না কেন, বাস্তব পরিস্থিতি যে ভিন্ন তা এই তালিকা থেকে আরও পরিষ্কার। বিশ্ব ক্ষুধা সূচকের তালিকাকে হাতিয়ার করে এবার মোদিকে খোঁচা দিলেন বর্ষিয়ান কংগ্রেস নেতা কপিল সিব্বল।

এক্ষেত্রেও তার হাতিয়ার টুইটার। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লিখেন, মোদিজি আপনাকে অভিনন্দন। দেশের দারিদ্রতা, ক্ষুধা, ভারতকে বৈশ্বিক শক্তিতে রূপান্তর, দেশের অর্থনীতির ডিজিটালাইজেশনে আরও অনেক কিছুর জন্য। তারপরেই তিনি লিখেন, বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের নাম ২০২০-তে ছিল ৯৪। ২০২১-এ তা এসে দাঁড়িয়েছে ১০১।

উল্লেখ্য বিশ্ব ক্ষুধার ক্রমতালিকায় ভারতের পেছনে রয়েছে পাপুয়া নিউগিনি, আফগানিস্তান, নাইজেরিয়া, কঙ্গো, লাইবেরিয়া, মোজাম্বিক, ইয়েমেন ও সোমালিয়ার মতো ১৫ টি দেশ।

Related Articles

Back to top button
error: