টিডিএন বাংলা ডেস্ক : অসুস্থ-প্রবীণ বা বিশেষভাবে সক্ষমদের বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণের সায় দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। টিকাকরণ পর্বের ৯ মাসের মাথায় দেখা যাচ্ছে, লাখো মানুষ বয়সের ভারে বাড়ি থেকে বের হতে অক্ষম। সক্ষম বহু মানুষেরও টিকাকরণ হয়নি। এদের জন্য রাজ্য স্বাস্থ্য দফতরকে বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণ এর ব্যবস্থা করার নির্দেশ দিয়ে চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। সব রাজ্যকে তিনি এই চিঠি দিয়েছেন। চিঠিতে প্রথমেই অক্ষম ব্যক্তিদের একটি তালিকা তৈরি কথা বলেছেন। মেনে চলতে বলা হয়েছে ওপেন ভায়াল পলিসির নীতি। যাতে টিকার একটি ডোজও নষ্ট না হয়। প্রতিটি ভায়ালে মোটামুটি ১০টি ডোজ থাকে। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে কীভাবে অন্তত ১০ জনকে টিকা দেওয়া সম্ভব, তার পরিকল্পনা করতে বলেছে কেন্দ্র। চিঠিতে স্বাস্থ্যসচিব লিখেছেন, বহু মানুষ রয়েছেন যারা বয়সের ভারে শয্যাশায়ী কিংবা শারীরিক নানা অসুবিধা বা অক্ষমতায় বাড়ি থেকে বেরিয়ে নিকটবর্তী টিকাকেন্দ্রে পৌঁছতে পারছেন না। এরা টিকা থেকে বঞ্চিত হচ্ছেন। এদের জন্য ভ্রাম্যমাণ দল তৈরি করে টিকাকরণ প্রয়োজন। এই সংক্রান্ত একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে। সেই তালিকা ধরে নির্দিষ্ট দিনে প্রাপকের বাড়ি গিয়ে টিকাকরণ করতে হবে। রাজেশ ভূষণ চান, সব রাজ্যে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক।