টিডিএন বাংলা ডেস্ক: কর্ণাটকে কংগ্রেসের সিদ্দারামাইয়া সরকার মন্ত্রিসভার বৈঠকে নির্বাচনের আগে দেওয়া পাঁচটি প্রতিশ্রুতিতে সিলমোহর দিয়েছে। শুক্রবার, অনুষ্ঠিত সভায়, রাজ্য সরকার চলতি বছরের ১১ জুন থেকে এই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নের ঘোষণা করেছে। সিদ্দারামাইয়া বলেন, মন্ত্রিসভা জাত বা ধর্মের বৈষম্য ছাড়াই পাঁচটি প্রতিশ্রুতি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। আমি এবং ডেপুটি সিএম ডি কে শিবকুমার গ্যারান্টি কার্ডে স্বাক্ষর করেছি। আমরা এর টাইম লাইনও ঠিক করেছি। ১১ জুন থেকে ১৫ আগস্ট পর্যন্ত চারটি স্কিম বাস্তবায়িত হবে এবং পঞ্চমটির জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
যে পাঁচটি প্রতিশ্রুতি বাস্তবায়িত করা হবে, সেগুলি হল,
১) সখী শক্তি যোজনা: ১১ জুন থেকে সখী শক্তি যোজনা বাস্তবায়িত হচ্ছে৷ এর অধীনে, কর্ণাটকের মহিলারা রাজ্যের যে কোনও জায়গায় রাজ্য পরিবহনের বাসে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন।
২) গৃহ জ্যোতি যোজনা: এই প্রকল্পটি ১ জুলাই থেকে বাস্তবায়িত হচ্ছে৷ এর আওতায় গৃহস্থালী গ্রাহকরা ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাবেন। তবে, তার আগের বিল দিতে হবে।
৩) অন্ন ভাগ্য যোজনা: এই প্রকল্পটিও ১ জুলাই থেকে বাস্তবায়িত হবে৷ এর আওতায় সকল বিপিএল কার্ডধারীকে জনপ্রতি ১০ কেজি খাদ্যশস্য দেওয়া হবে। বিজেপি সরকারের আমলে তা ৫ কেজি পাওয়া যেত।
৪) গৃহ লক্ষ্মী যোজনা: এই প্রকল্পটি ১৫ আগস্ট থেকে বাস্তবায়িত হবে৷ এর আওতায় প্রতি মাসে পরিবারের মহিলা প্রধান পাবেন ২ হাজার টাকা। ১৫ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত দরখাস্ত আহ্বান করা হয়েছে।
৫) যুব নিধি যোজনা: এই প্রকল্পের অধীনে, দু’বছরের জন্য বেকার স্নাতকদের ৩ হাজার টাকা এবং ডিপ্লোমা ধারকদের দেড় হাজার টাকা মাসিক ভাতা দেওয়া হবে। এর জন্য সরকার দরখাস্ত আহ্বান করেছে। তবে, কবে নাগাদ তা বাস্তবায়ন হবে, তার তারিখ জানানো হয়নি।