গ্রীনিস বুকে নাম ওঠা অতিকায় মহিল সিদ্দিকা পারভিনের দিন কাটছে অনাহারে, ভুগছেন জটিল রোগে
টিডিএন বাংলা ডেস্ক: এক সময় ব্যাপক সাড়া ফেলে দেওয়া গ্রীনিস বুকে নাম ওঠা অতিকায় মহিল সিদ্দিকা পারভিনের বর্তমানে দিন কাটছে অনাহারে। ভুগছেন জটিল রোগে কিন্তু নেই চিকিৎসার মতো টাকা। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার একটি গরিব দিনমজুর পরিবারে জন্মগ্রহণ করেন সিদ্দিকা পারভিন। পিটুইটারি গ্রন্থিতে টিউমারের সমস্যায় ২৩ বছর বয়স থেকে সিদ্দিকার চেহারা দীর্ঘ হতে থাকে। পাল্লা দিয়ে বাড়তে থাকে তাঁর খাবারের চাহিদা। রোজ প্রায় দু’কেজি চালের ভাত খাওয়ার চাহিদা মেটাতে হিমসিম খেতে হয় গরিব পরিবারটিকে।
২০১৩ সালে পৃথিবীর একমাত্র অতিকায় মহিলা হিসেবে গ্রীনিস বুকে স্বীকৃতি পাওয়া দক্ষিণ দিনাজপুরের বংশীহারি ব্লকের শ্রীরামপুর গ্রামের সিদ্দিকা বর্তমানে কঠিন দারিদ্রতা ও দুরারোগ্য ব্যাধির সঙ্গে লড়াই করে যাচ্ছেন। এক সময় তাকে নিয়ে হইচইয়ের সীমা ছিল না রাজ্য জুড়ে। বছর আটেক আগেও গ্রামের রাস্তার ধুলো উড়িয়ে শাসক এবং বিরোধী দলের নেতা নেত্রীরা সহায়তার প্রতিযোগিতার প্রতিশ্রুতি নিয়ে পৌছে গেছিল তার বাড়ি। কিন্তু সে সব এখন অতীত। তার এই জীবন সংগ্রামে এখন আর কেউ তার পাশে দাঁড়াতে আসেনা। কেউ আর খোঁজ নেওয়ার প্রয়োজন বোধও করে না।
সিদ্দিকা পারভীন আর তার বাবা মায়ের অভিযোগ অনেকে তাদের মেয়ের ছবি ও তাদের পরিবারের ছবি তুলে নিয়ে গিয়ে তাদের নিজ ভাগ্য ফেরালেও তাদের মেয়ের বা তাদের কোন হাল ফেরেনি।
নেতাদের কত প্রতিশ্রুতি কিন্তু সবই কেবল নামেই আসলে দেখা মেলেনা কারো। তাই ক্ষোভে সকলের সাথে ঠিক ভাবে কথা বলাও প্রায় বন্ধ করে দিয়েছে অভিমানী সিদ্দিকা। হয়তো কখনো সরকার বা প্রশাসন তাদের পাশে দাঁড়াবে এই আশাই এখন একমাত্র সম্বল সিদ্দীকাদের।