রিওর রূপোর পর জাপানে ব্রোঞ্জ জয়ে ভারতীয় অলিম্পিক ইতিহাসে সিন্ধু

টিডিএন বাংলা ডেস্ক :  টোকিও অলিম্পিকে দেশকে পদক এনে দিলেন পিভি সিন্ধু। রিও অলিম্পিকে রূপো জেতা পিভি সিন্ধু টোকিও গেমসে ব্রোঞ্জ জিতে ইতিহাসে ঠাঁই পেলেন। রবিবার তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে চিনের হি জিংবিয়াও-কে স্ট্রেট সেটে হারিয়েছেন ভারতীয় শাটলার। খেলার ফলাফল ২১-১৩, ২১-১৫। সেমিফাইনালে হারলেও শেষ পর্যন্ত ব্রোঞ্জ জিতে বাজিমাত করলেন পিভি সিন্ধু।

অলিম্পিকে ভারতের পদক সংখ্যা আনুষ্ঠানিকভাবে দুইয়ে গিয়ে পৌঁছলো। ভারোত্তোক মীরাবাঈ চানুর রূপোর পর শাটবার পিভি সিন্ধুর ব্রোঞ্জ বিজয়ে গর্বিত দেশ।

সেমিফাইনালে হারের জ্বালা মেটাতে টোকিও অলিম্পিকের তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে নিজের সেরাটা উজাড় করে দেন ভারতীয় শাটলার। শুরু থেকেই ম্যাচে প্রাধান্য কায়েম করেন, প্রথম গেমে শুরু থেকেই এগোতে থাকেন হায়দরাবাদি শাটলার। চিনা প্রতিপক্ষের বিরুদ্ধে ৫-২ ফলাফলে এগিয়ে যান পিভি সিন্ধু। সেখান থেকে কিছুটা লড়াই করার চেষ্টা করেন হি। একটা সময়ে ৬-৬ ফলাফলে আটকে যায় খেলা। সেখান থেকে ফের পয়েন্টের ব্যবধান বাড়াতে থাকেন সিন্ধু। ভারতীয় শাটলারকে আর ধরতে পারেননি চিনা প্রতিপক্ষ। প্রথম গেমে ২১-১৩ পয়েন্টের দাপুটে জয় পান সিন্ধু।

দ্বিতীয় গেমেও সিন্ধু ধারবাহিকতা ধরে রেখেছিলেন। দারুণ শুরু করে ৪–১ ব্যবধানে এগিয়ে যান। কিন্তু দারুণভাবে ম্যাচে ফিরে আসেন চীনের হে বিং জিয়াও। ১১–৮ পয়েন্টে পিছিয়ে থাকা অবস্থায় স্কোর ১১–১১ করেন। সেখান থেকে আবার ম্যাচে এগিয়ে যেতে থাকেন সিন্ধু। শেষ পর্যন্ত ২১–১৫ পয়েন্টে দ্বিতীয় সেট জিতে নেন এইই ভারতীয় ব্যাডমিন্টন তারকা।

অলিম্পিকে ব্রোঞ্জের লড়াইয়ে নামার আগে পরিসংখ্যানের দিক দিয়ে হে বিং জিয়াও এগিয়ে ছিলেন। এর আগে এই দুই শাটলার মুখোমুখি হয়েছিলেন ১৫ বার। বিং জিয়াও জিতেছিলেন ৯ বার, আর সিন্ধু জিতেছিলেন ৬ বার।

প্রথম মহিলা অ্যাথলিট হিসেবে অলিম্পিক থেকে দুটি পদক জিতলেন হায়দরাবাদি শাটলার। দ্বিতীয় ভারতীয় হিসেবে বিশ্বের সেরা ক্রীড়া প্রতিযোগিতার ব্যক্তিগত ইভেন্টে দুইবার পোডিয়ামে ওঠার সুযোগ পেলেন সিন্ধু। তাঁর আগে ভারতীয় কুস্তিগীর সুশীল কুমার অলিম্পিকের ব্যক্তিগত ইভেন্ট থেকে দুটি পদক জিতেছিলেন। ২০০৮ সালের বেজিং অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন সুশীল। ২০১২ সালের লন্ডন অলিম্পিকের কুস্তি ইভেন্ট থেকে রূপো জিতেছিলেন এই ভারতীয়।

বিশ্বের চতুর্থ অ্যাথলিট হিসেবে পরপর দুই অলিম্পিকের ব্যাডমিন্টনের ব্যক্তিগত ইভেন্ট থেকে বিবিধ পদক জিতলেন পিভি সিন্ধু।

সিন্ধুর সৌজন্যে ব্যাডমিন্টনে পরপর তিনটি অলিম্পিকে পদক জিতল ভারত। ২০১২ লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জিতে ব্যাডমিন্টনে অলিম্পিকে ভারতের প্রথম পদক জিতেছিলেন সাইনা নেহওয়াল। তারপর রিও, ও টোকিতে রুপো ও ব্রোঞ্জ জিতে সিন্ধু দেশের ব্যাডমিন্টনে হ্যাটট্রিক করলেন।

লন্ডন অলিম্পিকের পর পদক জয়ের বিষয়ে টোকিও গেমস ভারতের সফলতম হতে চলেছে। টোকিওতে এখনই একটি রুপো, একটি রুপো ও আরও একটি পদক মানে মোট তিনটি পদক নিশ্চিত হয়েছে। মীরবাঈ চানু গেমসের প্রথম দিনে ভারত্তোলনে রুপো জেতেন। আজ ব্যাডমিন্টনে সাইনা জিতলেন ব্রোঞ্জ। মহিলা বক্সিংয়ে লভলিনার পদকও নিশ্চিত। এখনও হকি, কুস্তি, এমনকী অ্যাথলেটিক্সের মত খেলাতেও পদকের সম্ভাবনা আছে।