HighlightNewsরাজ্যশিক্ষা ও স্বাস্থ্য

আলিমে অষ্টম স্থানাধিকারী চাষীর কন্যা রোকাইয়া সুলতানাকে সম্বর্ধনা ও পাশে থাকার আশ্বাস এসআইও-র

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: রাজ্য মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষায় অষ্টম স্থানাধিকার করেছেন আমিনপুর সিনিয়ার মাদ্রাসার ছাত্রী, চক আমিনপুরের বাসিন্দা রোকাইয়া সুলতানা। বাবা কৃষিকাজ করে কোনো রকমে সংসার চালান। ফলে ছেলে মেয়ের পড়াশোনার খরচ তুলতে নাজেহাল অবস্থা তার। চাষীর কন্যা সেই রোকাইয়া সুলতানার সঙ্গে সাক্ষাৎ করল এসআইও। এদিন এসআইও উত্তর ২৪ পরগণা জেলার পক্ষ থেকে রোকাইয়া সুলতানাকে সম্বর্ধনা দেওয়া হয়। গরিবির কারণে আগামীতে পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন রোকাইয়া। এমতাবস্থায় তার পাশে থাকার আশ্বাস দিল এসআইও।

রোকাইয়া তাঁর এই সাফল্যের জন্য আমিনপুর কে এম সি সিনিয়র মাদ্রাসার শিক্ষকদের পরিশ্রমের প্রশংসা করেন। তিনি জানিয়েছেন, সব সময় তাঁর পাশে থেকে উৎসাহ দিতেন তার বাবা মা। প্রত্যন্ত গ্রামের রোকাইয়ার এই রেজাল্ট এ খুশি হয়েছে পুরো পরিবার সাথে সাথে এলাকার সমস্ত প্রতিবেশীরাও। তার বাবা আপ্লুত হয়ে বলেন, “আজ আমার মেয়ে এমন রেজাল্ট করেছে বলেই তো আপনারা আমার বাড়িতে এসেছেন, নইলে কি আর আসতেন।”
তিনি আরও বলেন, “সরকারী কিছু সহায়তা পেলে খুবই উপকৃত হবো আমরা।”

রোকাইয়া আগামীতে বড় হয়ে শিক্ষক হতে চায়। কিন্তু আর্থিক স্বচ্ছলতা না থাকায় দিশাহীনতায় ভুগছেন তিনি। তাকে আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন সংগঠনের জেলা সম্পাদক জুবায়ের আহমেদ। সংগঠনের রাজ্য সভাপতি সাবির আহমেদের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা নিয়ে রোকাইয়ার বাড়িতে যায় এসআইও উত্তর ২৪ পরগনা জেলার মিডিয়া সম্পাদক ইব্রাহিম মন্ডল। সংগঠনের পক্ষ থেকে রোকাইয়া সুলতানাকে কিছু বই, সাংগঠনিক পরিচিতি ও মুখপত্র যুব প্রত্যাশা, মিষ্টি ইত্যাদি উপহার দেওয়া হয়।

Related Articles

Back to top button
error: