HighlightNewsরাজ্য

ছাত্রনেতা আনিশ খানের মৃত্যুতে তদন্তের দাবি এসআইও’র

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা : একজন প্রতিবাদি, আন্দোলনি ও সাহসী মুখ হলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা ছাত্রনেতা আনিশ খান। সেই আনিশ খানকে তার বাড়ির ছাদ থেকে ঠেলে ফেলে দিয়ে খুন করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ছাত্রনেতা আনিশ খানের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেন স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখা রাজ্য সভাপতি সাবির আহমেদ। পাশাপাশি তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান।

সাবির আহমেদ বলেন, “আনিশ খান সমাজের একজন প্রতিবাদী কণ্ঠ ছিলেন। তাঁর মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।” তিনি আরও বলেন, “সিএএ-এনআরসি আন্দোলনের প্রথম সারিতে থাকা আনিশ খানের প্রতিবাদী কণ্ঠ রোধ করতেই তাঁর এই পরিণতি হল কি না খতিয়ে দেখতে হবে।” একইসঙ্গে তিনি আনিশ খানের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে বলেন, “আনিশ খানের পরিচয় হল তিনি একজন প্রতিবাদী ছাত্র। আমরা ন্যায় বিচারের লড়াইয়ে পরিবারের পাশে আছি।”

প্রসঙ্গত, অভিযোগ উঠছে পুলিশের পোশাকে রাত ১টা নাগাদ ওই ছাত্র নেতার বাড়িতে যায় চার জন। তারপর তারা তিন তলার ছাদ থেকে ওই ছাত্রনেতাকে ঠেলে ফেলে দিয়ে হত্যা করে বলে অভিযোগ করেছেন তার পরিবার ও আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। আনিশ খানকে দ্রুত উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। আজ এই মৃত্যুকে পরিকল্পিত খুন বলে দাবি করে দোষীদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে কলকাতার পাকসার্কাস অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। তাদের এই বিক্ষোভে কিচুক্ষনের জন্য পাকসার্কাস কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে।

Related Articles

Back to top button
error: