HighlightNewsরাজ্যশিক্ষা ও স্বাস্থ্য

৪৫ দিন স্কুল ছুটিতে ক্ষতিগ্রস্ত হবে শিক্ষাব্যবস্থা, প্রতিবাদে জেলাশাসককে স্মারকলিপি এসআইও’র

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: রাজ্য সরকারের একটানা ৪৫ দিন স্কুল ছুটির সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে উত্তর ২৪ পরগনা জেলার জেলাশাসক সুমিত গুপ্তা মহাশয়কে একটি স্মারকলিপি প্রদান করলো ছাত্র সংগঠন স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া (এস.আই.ও)। জেলাশাসককে স্মারকলিপি প্রদান করেন উত্তর ২৪ পরগনা জেলার জেলা সভাপতি গাজী তৌফিক ইসলাম ও জনসংযোগ সম্পাদক মোঃ রবিউল ইসলাম। গ্রীস্মের তীব্র দাবদাহে কয়েকজন শিক্ষার্থী মৃত্যুর ঘটনার পর শিক্ষার্থীদের স্বাস্থের কথা ভেবে স্কুল শিক্ষা দপ্তর ২ মে থেকে স্কুল ছুটি ঘোষণা করেছে। সরকারের এই সিদ্ধান্তে যদিও অনেকেই অসন্তোষ পোষণ করেছিল। তবুও সেটা মেনে নেওয়া হলেও সেই ছুটি ১৫ ই জুন পর্যন্ত অর্থাৎ ৪৫ দিন করার ফলে শুরু হয়েছে প্রতিবাদ। একটানা ৪৫ দিন স্কুল ছুটি রাখার সিদ্ধান্তকে মেনে নিতে পারছেন না শিক্ষার্থী, অবিভাবক থেকে শুরু করে শিক্ষাবিদ কেউই। চিকিৎসকরাও এই সিদ্ধান্ত অর্থহীন বলেই মত দিয়েছেন।

একটানা ৪৫ দিন স্কুল ছুটিতে শিক্ষাব্যবস্থা ব্যপক ভাবে ক্ষতিগ্রস্ত হবে মনে করছে এস.আই.ও। জেলা সভাপতি গাজী তৌফিক ইসলাম বলেন, ‘এই মুহূর্তে প্রায় প্রতিদিন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টি হচ্ছে। ফলে একটি নাতিশীতোষ্ণ আবহাওয়া বিরাজমান করছে। এরকম পরিস্থিতিতে টানা ৪৫ দিন স্কুল ছুটি ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পথে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে।’ জনসংযোগ সম্পাদক মোঃ রবিউল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন লকডাউনে অনেক ছাত্র-ছাত্রী স্কুলছুট হয়েছে। তাই স্কুলছুট নিয়ন্ত্রণে সরকারকে গঠনমূলক পদক্ষেপ নিতে হবে।’ তারা প্রয়োজনে সকালে স্কুল করারও পরামর্শ দেন।

Related Articles

Back to top button
error: