নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা : ওবিসি স্কলারশিপ এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধানের দাবি নিয়ে ছাত্র সংগঠন স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশনের (এসআইও) পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে একটি প্রতিনিধি দল সল্টলেকে বিকাশ ভবনে উচ্চ শিক্ষা দপ্তরে স্মারকলিপি প্রদান করে। এদিন এই প্রতিনিধি দল পশ্চিমবঙ্গ সংখ্যালঘু বিত্ত নিগমের আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে স্কলারশিপ সংক্রান্ত সমস্যার দ্রুত অবসানের দাবি করেছে। এই প্রতিনিধি দলে ছিলেন- রাজ্য জনসংযোগ সম্পাদক ইমরান হোসেন সহ অন্যান্যরা।
এদিন তারা উচ্চ শিক্ষা দপ্তরে প্রদান করা স্মারকলিপিতে বিভিন্ন দাবি জানিয়েছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে তারা মূলত তিনটি দাবি জানিয়েছেন। দাবিগুলি হল- সংখ্যালঘু পড়ুয়াদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান করতে হবে। বিএড, ডিএলএড কোর্স এবং অন্য কোন যথার্থ কারণে একজন পড়ুয়া কয়েক বছর একাডেমিক পড়াশোনা থেকে বিচ্ছিন্ন থাকার পর পুনরায় একাডেমিক পড়াশোনা শুরু করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে চাইলে তাকে সেই সুযোগ দিতে হবে। ওবিসি-এ স্কলারশিপ সংখ্যালঘু দপ্তরের মাধ্যমে না দিয়ে সংশ্লিষ্ট দপ্তর থেকেই প্রদান করতে হবে।