জামিন পেয়েও অসুস্থ স্ত্রীর সঙ্গে দেখা করতে পারলেন না সিসোদিয়া: বাড়িতে দেখা করতে যাওয়ার আগেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল স্ত্রীকে

ছবি সুত্রঃ nationalheraldindia.com

টিডিএন বাংলা ডেস্ক: জামিন পেয়েও অসুস্থ স্ত্রীর সঙ্গে দেখা করতে পারলেন না দিল্লির প্রাক্তন ডেপুটি সিএম মণীশ সিসোদিয়া। শনিবার সকালে, স্ত্রী সীমা সিসোদিয়ার সঙ্গে দেখা করতে বাড়িতে পৌঁছন তিনি। যদিও, তাঁর আসার আগে, তাঁর স্ত্রীর স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
আদালত শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টার মধ্যে সিসোদিয়াকে বাড়িতে যেতে এবং তাঁর স্ত্রীর সাথে দেখা করার অনুমতি দিয়েছিল, তবে আদালত তাঁকে হাসপাতালে যেতে দেয়নি। এই কারণে, জামিন পেয়েও, সিসোদিয়া তাঁর স্ত্রীর সাথে দেখা করতে পারেননি এবং ৭ ঘন্টা পরে তিহার জেলে ফিরে আসেন।