ইডির আবেদনে সিসোদিয়ার রিমান্ড বাড়ল আরো ৫ দিন

ছবি সুত্রঃ nationalheraldindia.com

টিডিএন বাংলা ডেস্ক: শুক্রবার রাউজ অ্যাভিনিউ আদালত দিল্লি মদ নীতি মামলায় মণীশ সিসোদিয়ার রিমান্ডের মেয়াদ ৫ দিন বাড়িয়েছে। এবার সিসোদিয়াকে ২২ মার্চ পর্যন্ত ইডি হেফাজতে থাকতে হবে। তবে, তদন্তকারী সংস্থা আদালতের কাছে ৭ দিনের হেফাজত বাড়ানোর দাবি করেছে।

ইডি আদালতকে জানিয়েছে, এলজি বিষয়টি নিয়ে অভিযোগ করলে সিসোদিয়া তাঁর ফোন পরিবর্তন করেছিলেন, কিন্তু সংস্থা তাঁর মোবাইল ডেটা পুনরুদ্ধার করেছে। এখন সংস্থা তাঁর ইমেল এবং মোবাইল ফোন থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করছে। এবার আমাদের আরও প্রশ্ন করতে হবে সিসোদিয়াকে।
বেশ কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইডি জানিয়েছে এই মামলার সাথে সম্পর্কিত দুজনকে ১৮ এবং ১৯ মার্চ তাঁদের বক্তব্য রেকর্ড করার জন্য ডাকা হয়েছে। তাঁদের সিসোদিয়ার সামনে বসে ই-মেইল ও মোবাইল থেকে প্রাপ্ত ডেটা সম্পর্কে খোঁজখবর নিতে হবে। এ বিষয়ে আদালত জানিয়েছে, ইমেল থেকে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানতে তাঁকে হেফাজতে রাখার প্রয়োজন নেই। জেলে বসেও এটা করা যায়।
অন্যদিকে সিসোদিয়ার আইনজীবী আদালতে বলেন, প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ইডি কোনও অপরাধের কথা উল্লেখ করেনি। এজেন্সিকে বলতে হবে অপরাধ প্রক্রিয়ায় কী ঘটেছে? অপরাধ সংঘটিত হয়েছে কিনা তা বলা যাচ্ছে না। সংঘর্ষের জন্য হেফাজতের প্রয়োজন নেই। সিবিআই যখন বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তখন ইডির তদন্তের কী দরকার? ইডি এখন সিবিআইয়ের প্রক্সি এজেন্সি হিসেবে কাজ করছে। একইসঙ্গে, সিসোদিয়া এদিন আদালতে বলেন গত ৭ দিনের হেফাজতে, সংস্থা তাঁকে প্রতিদিন আধঘন্টা করে জিজ্ঞাসাবাদ করেছে। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।