পরিবারের অমতে দলিত যুবককে বিয়ে করার অপরাধে তিন দাদার হাতে খুন হলেন বোন, নিজেদের চাষের জমিতে কবর দেওয়া হলো লাশ!

প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক: কী নৃশংস! পরিবারের অমতে দলিত যুবককে বিয়ে করাটাই অপরাধ! আর এই “অপরাধের” জন্য ২৩ বছর বয়সি এক যুবতীকে খুন হতে হলো তার তিন দাদার হাতে। শুধু তাই নয়, মৃত্যুর পরে ওই যুবতীর দেহ নিজেদের পারিবারিক চাষের জমিতে কবর দিয়ে দিল যুবতীর ওই তিন দাদা। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের মৈনপুরি জেলায়।

এই ঘটনায় শনিবার, ৩২ বছর বয়সী এক ব্যক্তিকে তার বোনের হত্যা এবং তার দেহ পারিবারিক চাষের জমিতে কবর দেওয়ার অপরাধে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই যুবতীর নাম চাঁদনী কাশ্যপ। যুবতী তার স্বামী অর্জুন কুমার (২৫)-এর সাথে পূর্ব দিল্লির ত্রিলোকপুরিতে থাকতো। যুবতীর স্বামী অর্জুন কুমার দিল্লির একটি বেসরকারি কোম্পানিতে চাকুরিরত।

দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাঁদনীর ভাই সুনীল (৩২), সুশীল (২৮) এবং সুধীর (২৬) গত ১৭ নভেম্বর দিল্লিতে তার সাথে সাক্ষাৎ করে এবং মৈনপুরির বাড়িতে ফেরত নিয়ে আসে। এরপর ২০ নভেম্বর তাকে গুলি করে হত্যা করে এবং নিজেদের চাষের জমিতে তার দেহ কবর দিয়ে দেয়। এদিকে নিজের স্ত্রীর কোনো খোঁজ না পেয়ে ২২ নভেম্বর অর্জুন কুমার দিল্লি পুলিশের কাছে তার স্ত্রীকে অপহরণ করা হয়েছে বলে একটি এফআইআর দায়ের করেন। এই ঘটনার প্রায় তিন সপ্তাহ পরে চলতি সপ্তাহের শুক্রবার রাতে পুলিশ চাঁদনীর দেহ উদ্ধার করে এবং পোস্টমর্টেমে পাঠায়। দিল্লি পুলিশের এক বড়িষ্ঠ আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই ঘটনায় এখনও পর্যন্ত চাঁদনীর একজন ভাইকে গ্রেফতার করা হয়েছে। অপর দুই ভাই বর্তমানে পলাতক। তাদেরকে দ্রুত গ্রেফতার করার চেষ্টা করছে পুলিশ।