এখনই শশী তারুর সহ ছয় সাংবাদিককে গ্রেফতার করা যাবে না: সুপ্রিমকোর্ট

Image courtesy Shashi Tharoor's Facebook page

টিডিএন বাংলা ডেস্ক: এখনই শশী তারুর সহ ছয় সাংবাদিককে গ্রেফতার করা যাবে না। প্রজাতন্ত্র দিবসের দিন ট্র্যাক্টর মিছিলে কৃষক মৃত্যু নিয়ে টুইটের জন্য তাদের বিরুদ্ধে দায়ের করা মামলায় এমনটাই নির্দেশ দিলো সুপ্রিমকোর্ট। মঙ্গলবার আদালতের তিন সদস্যের ডিভিশন বেঞ্চ শুনানিতে জানিয়ে দেয়, ‘‘আমরা বিশেষ একটি নির্দেশ জারি করছি, কোনও সমস্যা হবে না। এখনই কোনও তদন্তকারী সংস্থা তাঁদের গ্রেফতার করতে পারবে না।’’