HighlightNewsদেশ

দেশ ছাড়ছেন কাশ্মীরের দক্ষ ও সাধারণ কর্মীরা!

টিডিএন বাংলা ডেস্ক : ২০১৯ সালে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর কেটেছে দু’বছর। মোদি সরকারের বিশ্বাস ছিল, এই সিদ্ধান্তের ফলে উপত্যকার ব্যাপক উন্নতি হবে। কিন্তু তা হচ্ছে কই! না বেড়েছে কর্মসংস্থান, না হয়েছে উন্নতি। যার ফলস্বরূপ গত তিন বছরে উপত্যকা ছেড়ে পশ্চিম এশিয়ার দেশগুলোতে পাড়ি দিয়েছে বহু দক্ষ ও সাধারণ কর্মী। সরকারি নথি অনুযায়ী, ২০১৭ সাল থেকে পশ্চিম এশিয়ার দেশগুলোতে দক্ষ শ্রমিকের চাহিদা বেড়েছে। এর মধ্যে যেমন আছে রাজমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, তেমন আছে সাফাই কর্মী প্রভৃতি। এরপর ২০১৯ সালে ট্রাকচালকদের চাহিদা বাড়ে। রাজ্যের শ্রম ও কর্মসংস্থান দফতরের এক কর্মী জানিয়েছেন, গত কয়েক বছর ধরে একটা অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে উপত্যকায়। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দরিদ্ররা। তবে দরিদ্রদের পাশাপাশি মধ্যবিত্ত এবং ধনীরাও নিরাপদ ভবিষ্যৎ-এর লক্ষে ভিন দেশে পাড়ি জমাচ্ছেন। সেন্ট্রার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি তথ্য বলছে, জাতীয় গড়ের তুলনায় বর্তমানে জম্মু-কাশ্মীরে বেকারত্বের হার ১৫.৪% বেড়েছে।

Related Articles

Back to top button
error: