ফেসবুকে মোদিকে কটাক্ষ? কাজ হারালেন মারাঠি অভিনেতা

টিডিএন বাংলা ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে পোস্ট। অভিযোগ, এই পোস্টের জেরে একটি জনপ্রিয় মারাঠি টিভি সিরিয়াল থেকে বাদ দেওয়া হলো অভিনেতা কিরণ মানেকে।

পাঞ্জাবের ভাতিন্দা সফর মোদি কেন বাতিল করেছিলেন? বিক্ষোভ নাকি জনসভায় লোক আসেনি তাই? সেই বিতর্ক উস্কে দিয়ে জনপ্রিয় মারাঠি অভিনেতা তার ফেসবুক পোস্টে লেখেন, অডিটোরিয়ামে একটা বা দুটো লোক থাকলেও অভিনেতা অভিনেত্রীরা কিন্তু শো ক্যানসেল করেন না। বরং হলভর্তি ধরে নিয়ে নিজেদের সেরাটা দেন তারা। কিরনের এই পোস্ট ভাইরাল হয়। অভিযোগ তারপরে ওই সিরিয়াল থেকে ছেঁটে ফেলা হয় তাকে। সূত্রের খবর বিষয়টি নিয়ে শনিবার এনসিপি নেতা শরদ পাওয়ার-এর সঙ্গে দেখা করেন তিনি। কিরনের পাশে দাঁড়িয়ে এবং পরোক্ষে ওই প্রোডাকশন হাউসের উপর চাপ বাড়িয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন জিতেন্দ্র আওহাদ, ধনঞ্জয় মুণ্ডের মতো এনসিপি নেতারা।

বিষয়টি নিয়ে অকারণে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে দাবি করেছে প্রোডাকশন হাউজ। তাদের দাবি বিজেপি কিংবা প্রধানমন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য করার জন্য কোনও ভাবেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়নি। সহ-অভিনেতা, অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে অবনতির জন্য তাকে আপাতত সরানো হয়েছে বলে জানান তারা।