HighlightNewsরাজ্য

‘এত যে টাকা উঠল, আমি জানতে পারলাম না?’ দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়

টিডিএন বাংলা ডেস্ক: “এত যে টাকা উঠল, আমি কোথাও থেকে জানতে পারলাম না? কোনো টেলিভিশন মিডিয়াও তো জানাননি। জানলে তো অ্যাকশন হত।” একের পর এক দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে বলতে গিয়ে নজরুল মঞ্চ থেকে এই ভাষাতেই পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ সোমবার নজরুল মঞ্চ থেকে বঙ্গবিভূষণ, বঙ্গভূষণ সম্মান প্রদান করা হয়। সেই অনুষ্টানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের প্রতিবাদ, সমালোচনা প্রসঙ্গে বলেন, “কোন ক্ষেত্রে বলুন তো ১০০টা চাকরি দিতে গেলে ১টা নিজের লোককে দেয় না?” এরপরই তিনি বলেন, “সবাই সাধু বলতে পারব না। সাধুর মধ্যেও ভূত থাকে। সবাই ১০০ শতাংশ ঠিক কাজ করবে, তাও বলতে পারি না। কেউ ভুল করতেই পারে। ভুল করাটাও একটা অধিকার। জ্ঞানত ভুল করলে অপরাধ। আর অজ্ঞানত অবস্থায় ভুল করলে শুধরে নেওয়ার সুযোগ দিতে হবে। আমি এখনও জানি না এটাতে কে কে আছে, কে কী করেছে, তাহলে আমি কীভাবে বলব? বাচ্চার জন্মের আগেই অন্নপ্রাশনের দিন ঠিক হয়ে গেল। ট্র্যাপ হয়েছে কিনা সেটাও তো দেখতে হবে।”

পাশাপাশি তিনি এটাও জানিয়ে দেন, কেউ চোর-ডাকাত হলে বা কারো বিরুদ্ধে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ প্রমানিত হলে তৃণমূল তাদের ছেড়ে দেবে না। তাদের বিরুদ্ধে দল অবশ্যই ব্যবস্থা নেবে বলেও জানিয়ে দেন তিনি। এরপরই তিনি বিরোধীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমার গায়ে কালি ছেটালে মনে রাখবেন, আলকাতরা আমার হাতেও আছে।”

Related Articles

Back to top button
error: