টিডিএন বাংলা ডেস্ক : শেষ রাতে হঠাৎ আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল গড়বেতার বেশ কিছু দোকান। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছে। হঠাত্ই দোকানে আগুন লেগে যাওয়ার ফলে অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আসে পাশের দোকানে। এই অগ্নিকান্ডের ফলে মোট সাতটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় ওই দকানের মালিকরা ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে, অনেক রাতে তারা হঠাত্ই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন। তার পরই তারা বুঝতে পারেন যে ওই দোকানগুলিতে আগুন ধরে গিয়েছে। স্থানীয়রা আগুন নেভাতে সচেষ্ট হন। তারা দ্রুত খবর দেন দমকল বাহীনির কাছে। এরপর দমকলের একটি ইঞ্জিনের কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ। যদিও ঠিক কি কারণে এই অগ্নিকান্ড তা এখনও পরিষ্কার নয়। আগুনলাগার কারণ জানতে তদন্তপ্রক্রিয়া শুরু করেছে পুলিশ। স্থানীয়দের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের ফলে এই ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বিডিও সহ অন্যান্য ব্লক প্রশাসনের কর্মকর্তারা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়।