নেশার টাকা না পেয়ে মাকে খুন করার অভিযোগ ছেলের বিরুদ্ধে!
নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, বীরভূম: নেশার টাকা না পেয়ে ছেলের হাতে খুন হলেন মা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বীরভূমের নানুর থানার ন’নগর কোড্ডা গ্রাম পঞ্চায়েতের বাইতারা গ্রামে। অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং পুলিশের সামনে সে তার অভিযোগের কথা স্বীকার করে নিয়েছে বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত মহিলা হলেন বাসন্তী সর্দার (৬০)। মৃত মহিলার বড় ছেলে সুনীল সর্দার তার মাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করেন বলে দাবি। ছেলে ও মা এক সঙ্গেই, নেশা করত। কিন্তু গত সোমবার রাত্রে মায়ের সঙ্গে টাকা নিয়ে বিবাদ হয় এবং নেশাগ্রস্ত অবস্থায় তাকে মাথায় আঘাত করে ছেলে। ঘটনাস্থলেই মারা যায়। আজ সকালে পাড়া-প্রতিবেশীরা মৃতদেহ দেখতে পান। ঘটনার খবর নানুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং বোলপুর সিয়ান হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করে বিষয়টি তদন্ত করছে পুলিশ।