ইরির দপ্তরে হাজিরা দেওয়ার আগেই করোনা আক্রান্ত সোনিয়া গান্ধী, রয়েছেন আইসোলেশন

টিডিএন বাংলা ডেস্ক: করোনায় আক্রান্ত হয়েছেন সোনিয়া গান্ধী। আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। বৃহস্পতিবার এমনই জানিয়েছেন কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা। গতকালই ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ইডি। ৮ জুন সোনিয়া গান্ধীর ইডির দপ্তরে হাজিরা দেওয়ার কথা। দলের তরফ থেকে জানানো হয়েছিল সোনিয়া গান্ধী ইডির সঙ্গে সমস্ত রকম সহযোগিতা করবেন। রাহুল গান্ধী দেশে থাকলে তিনিও ইডির দপ্তরে হাজিরা দেবেন। যদিও তার আগেই করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশন চলে গেলেন সোনিয়া গান্ধী।
জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় হালকা জ্বর এসেছিলো সোনিয়ার। একইসঙ্গে ছিল অন্যান্য উপসর্গ। চিকিৎসক ডেকে পরীক্ষা করাতেই করোনা ধরা পড়ে। এরপর থেকে আপাতত আইসোলেশনে নিজের বাড়িতেই রয়েছেন সোনিয়া। দলের প্রধান মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা জানিয়েছেন,”সোনিয়ার সঙ্গে সাক্ষাৎ করা অনেকেই করোনা আক্রান্ত। তবে দ্রুত সুস্থ হচ্ছেন কংগ্রেস নেত্রী।” কংগ্রেসের তরফ থেকে আরও জানানো হয়েছে, এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে ৮ জুন ইডির দপ্তরে হাজিরা দেবেন কংগ্রেস সভানেত্রী।
প্রসঙ্গত,২০১২ সালে, বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী গান্ধী পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন।এরপর ২০১৪ সালে সুব্রহ্মণ্যম স্বামী সোনিয়া এবং রাহুলের বিরুদ্ধে মামলা করেন। গান্ধী পরিবারের বিরুদ্ধে ৫৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তোলেন স্বামী। ওই মামলার সূত্র ধরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে ৮ জুন (ধারা ৫০ আইনের অধীনে) জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলেছে। ইতিমধ্যেই, এই মামলায়, ইডি ১২ এপ্রিল তদন্তের স্বার্থে কংগ্রেসের দুই বড় নেতা পবন বানসাল এবং মল্লিকার্জুন খাড়গেকে অন্তর্ভুক্ত করেছে।