ফের অসুস্থ সৌরভ গাঙ্গুলী, বুকে ব্যথার সমস্যা নিয়ে ভর্তি হাসপাতালে

ছবি সৌজন্যে সৌরভ গাঙ্গুলীর ফেসবুক পেজ।

টিডিএন বাংলা ডেস্ক: ফের অসুস্থ হয়ে পড়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট ও প্রাক্তন ভারতীয় ক্রিকেট টিমের ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলী। বুকে ব্যথার সমস্যা নিয়ে তাকে ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিছুদিন আগেই তাঁর এনজিওপ্লাস্টি করা হয়েছে। এদিন হঠাৎই বুকে যন্ত্রণা শুরু হওয়ায় তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালেই তাঁর এনজিওগ্রাম করা হচ্ছে বলে জানা গেছে।

এদিন তাঁর বেহালার বাড়ি থেকে হাসপাতলে পৌঁছানোর জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে গ্রিন করিডোর তৈরি করা হয়। সূত্রের খবর অনুযায়ী সৌরভ গাঙ্গুলীর শারীরিক অবস্থার কথা জানতে ইতিমধ্যেই ফোন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্য বিজেপির ইনচার্জ কৈলাস বিজয়বর্গীয়।

একটি টুইট করে কৈলাস বিজয়বর্গীয় লিখেছেন,”সৌরভ গাঙ্গুলীর আবার অসুস্থ হওয়ার খবর চিন্তাজনক বিষয়। খবর অনুযায়ী, তাঁর বুকে যন্ত্রণা হয়েছে। ঈশ্বরের কাছে প্রার্থনা তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং ভারতীয় ক্রিকেটকে উচ্চতর শিখরে নিয়ে যান।”

প্রসঙ্গত, চলতি মাসের ২ তারিখেসৌরভ গাঙ্গুলীকে বুকে ব্যথার সমস্যা নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। যেখানে তাঁর এনজিওপ্লাস্টি করানো হয়। সে সময় ৫ দিন টানা তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।