আন্তর্জাতিক সংখ্যালঘু দিবস উপলক্ষে বিশেষ কনভেনশন যুব ফেডারেশনের

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: আন্তর্জাতিক সংখ্যালঘু দিবস উপলক্ষে সংখ্যালঘু কনভেনশনের আয়োজন করলো সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন। শনিবার হাওড়ার জগৎবল্লভপুরের ব্রাইট স্টার অ্যাকাডেমিতে আয়োজিত এই কনভেনশনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মহঃ কামরুজ্জামান, রাজ্য সভাপতি আনোয়ার হোসেন কাসেমী, সহ সভাপতি ফজলুর রহমান, সহ সম্পাদক আলি আকবর, ডাঃ মনিরুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

সংখ্যালঘু কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মহঃ কামরুজ্জামান বলেন, পৃথিবীর যে কোন দেশে সব রকমের সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিরুদ্ধে আমরা সর্বদা সোচ্চার হয়ে থাকি, আমরা চাই আমাদের দেশের সংবিধানে প্রদত্ত অধিকার দেশের সংখ্যাগুরু মানুষের সাথে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে সুনিশ্চিত করুক সরকার। এদিকে এদিনের কনভেনশন থেকে বিশ্বের সমস্ত দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তা সুনিশ্চিত করার আহ্বান জানানো হয়।

সংখ্যালঘু দিবসের দিনেই হাওড়া জেলার বিভিন্ন ব্লকের কর্মীদের নিয়ে সারা বাংলা সংখ্যালঘু কাউন্সিল ও সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের দ্বিতীয় জেলা সম্মেলনেরও আয়োজন করা হয়। সম্মেলন থেকে সেখ মোকতার আলিকে জেলা সভাপতি ও সেখ আব্দুর রহিম জেলা সম্পাদক নির্বাচিত করা হয়।