উষ্ণায়ন নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ রাজ্য বন বিভাগের, হল কর্মশালা

ছবি প্রতিকী

টিডিএন বাংলা ডেস্কঃ প্রতিনিয়ত বাড়ছে এই মহাবিশ্বের উষ্ণায়ন। উষ্ণায়নের ফলে জ্বলছে বিশ্বের বিভিন্ন দেশ বিশেষত পাশ্চাত্যের দেশগুলো। দাবানলে পুড়ে ছাই হয়ে গিয়েছে বহু বনাঞ্চল। মানুষের জীবন হয়ে উঠেছে দূর্বিষহ। এমতাবস্থায় বিশ্ব উষ্ণায়ন কমানোর ব্যাপারে চলছে আলোচনা-পর্যালোচনা। এবার উষ্ণায়ন কমানোর ক্ষেত্রে অভূতপূর্ব উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ বন বিভাগ। রাজ‍্য বন বিভাগের পক্ষ থেকে নেয়া হয়েছে ‘পাইলট প্রজেক্ট’ নামে একটি বিশেষ পরিকল্পনা। সুসংহত ব্যবস্থাপনার মাধ্যমে বাতাসে উষ্ণায়ন মোকাবিলা ও কার্বন নিঃসরণের মাত্রা নিয়ন্ত্রণের লক্ষ্যে সুন্দরবন ও উত্তরবঙ্গের অরণ্যে এলাকায় এই ‘পাইলট প্রজেক্ট’ এর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। পাশাপাশি কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন ‘ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ এন্ড এডুকেশন’ (আই সি এফ আর ই) এর সঙ্গে একটি প্রশিক্ষণ শিবির ও কর্মশালার আয়োজন করল পশ্চিমবঙ্গ বন বিভাগ। এদিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন আই সি এফ আর ই-এর প্রধান নীতি কুলকার্নি এবং পশ্চিমবঙ্গের বন বিভাগের প্রধান কুমার যাদব। এই কর্মশালায় কার্বন নিঃসরণ প্রতিরোধ, বনভূমি রক্ষা, ভূমিক্ষয় রোধ এবং বনসৃজন এর পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।