কলকাতা পৌরসভার বিশেষ উদ্যোগ, হোয়াটসঅ্যাপেই জন্ম-মৃত্যু শংসাপত্রের আবেদন!

টিডিএন বাংলা ডেস্ক : কলকাতা পৌরসভার বিশেষ উদ্যোগে শুরু হচ্ছে হোয়াটসঅ্যাপে জন্ম-মৃত্যু শংসাপত্রের আবেদনের পরিষেবা। এখন থেকে আর পৌরসভার অফিসে গিয়ে ধর্না বা লম্বা লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। হোয়াটসঅ্যাপেই জন্ম-মৃত্যুর শংসাপত্র পেতে আবেদন করা যাবে। এই আবেদনেই মিলবে শংসাপত্র। এই জন্য পৌরসভার পক্ষ থেকে একটি হোয়াটসঅ্যাপ নম্বরও চালু করা হয়েছে। ৮৩৩৫৯৯৯১১১ নম্বরে হোয়াটসঅ্যাপ করে আবেদন করা যাবে জন্ম ও মৃত্যুর শংসাপত্রের। সেখানেই জানাতে হবে জন্ম বা মৃত্যুর সংক্রান্ত তথ্য। সঙ্গে জানাতে হবে ঠিকানাও।

কলকাতা পৌরসভা সূত্রে খবর, শংসাপত্র তৈরি হয়ে গেলে তা জানানো হবে ওই হোয়াটসঅ্যাপ নম্বরেই। কলকাতা পৌরসভার কোন অফিসে কীভাবে শংসাপত্র পাবেন– সেটাও জানিয়ে দেওয়া হবে। জানা গিয়েছে ডিসেম্বর থেকেই এই পরিষেবা চালু করতে চলেছে কলকাতা পৌরসভা।