টিডিএন বাংলা ডেস্ক : গণিতের প্রতিভা শ্রীনিবাস রামানুজনের জন্মদিন ২২ ডিসেম্বর গোটা দেশ জুড়ে পালিত হবে জাতীয় গণিত দিবস। সেই উপলক্ষে রাজ্যজুড়ে বিভিন্ন ভাবে জাতীয় গণিত দিবস উৎসব উৎজাপিত হবে। অতিমারিতে প্রায় দু’বছর ধরে ছাত্র-ছাত্রীরা স্বাভাবিক ভাবেই পড়াশোনা থেকে অনেক দূরে। স্কুল খুললেও এখনও পুরোপুরি ছন্দে ফেরেনি স্কুলের পঠনপাঠন। প্রাথমিক, উচ্চ প্রাথমিক, ক্লাস এইট পর্যন্ত ছেলেমেয়েরা এখনও পর্যন্ত স্কুলে যেতে পারছে না। এই পরিস্থিতিতে মূলত তাদের কথা ভেবেই এগিয়ে এসেছেন গণিতের নামকরা শিক্ষক-শিক্ষিকারা। আর তাদের পাশে দাঁড়িয়েছে একাধিক সামাজিক সংগঠন। অনুসন্ধান, স্যান্ডফোর্ড একাডেমি, শান্তি ফাউন্ডেশনের মতো সংগঠন সহ রাজ্যের একাধিক বিদ্যালয়।
জাতীয় গণিত দিবস উপলক্ষে গণিত প্রতিভা অন্বেষনের জন্য দশ দিনব্যাপী একটি প্রতিযোগিতামূলক কর্মসূচির হাতে নিয়েছে ‘অনুসন্ধান’। আজ রবিবার তার শুভ সূচনা হল। অনলাইনের এই প্রোগ্রামে রাজ্যের বিভিন্ন প্রান্তের ছাত্র-ছাত্রীরা ও শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহন করেন। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি অধ্যাপিকা চৈতালি অনুষ্টানের সূচনা করতে গিয়ে বলেন, “গণিতবিদ রামানুজনের স্মরণে নানাবিধ কর্ম যজ্ঞ করার অর্থ হলো যুক্তিবোধের নিরিখে নিজেদেরকে আরো প্রস্তুত করা, বিজ্ঞানমুখীতা বাড়ানো।” তিনি সকল ছাত্র-ছাত্রীদের এবং সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশে এ ধরনের অনুষ্ঠানে এগিয়ে আসার জন্য শুভেচ্ছা জ্ঞাপন করেন। এই অনলাইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষক শেখ আলী আহসান, আব্দুল হালিম শেখ, গৌরাঙ্গ সরখেল, সাহাবুল ইসলাম, দেবজিত মান্না, নায়ীমুল হক প্রমুখ।