HighlightNewsরাজ্য

নওশাদের উপর আক্রমণকারী কার লোক তৃণমূল না বিজেপির, চলছে জল্পনা

টিডিএন বাংলা ডেস্ক: গতকাল শনিবার ডিএ আন্দোলনকারীদের প্রতিবাদি মঞ্চে গিয়ে আক্রান্ত হন বিধায়ক নওশাদ সিদ্দিকী। পরবর্তীতে জানা যায় ওই ব্যক্তি তৃণমূলের পঞ্চায়েত সদস্য। কিন্তু সেই আক্রমণকারী বর্তমানে কোন দলের লোক তৃণমূল না বিজেপির তা নিয়ে চলছে জল্পনা। তৃণমূলের দাবি তিনি এখন শাসকদলের নয় বরং বিজেপির হয়েই কাজ করছেন।

ডিএ’র দাবিতে অনশনকারিদের প্রতি সমর্থন জানাতে গতকাল শনিবার প্রতিবাদি মঞ্চে একদিনের জন্য অনশন পালন করেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সেখানেই বক্তব্য দেওয়ার সময় এক ব্যক্তি তার সঙ্গে কথা বলতে চাইলে নওশাদ কথা বলেন। কিন্তু আচমকাই সে নওশাদকে ধাক্কা মারেন। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়ায় শহীদ মিনার চত্বরে। পরবর্তীতে জানা যায়, ওই ব্যক্তি হাওড়া জেলার জোমজুড়ের তৃণমূলের পঞ্চায়েত সদস্য, নাম আব্দুস সালাম। যদিও ওই এলাকার পঞ্চায়েতের উপপ্রধান শেখ মেহের আলী দাবি করেছেন ওই ব্যক্তি অনেক আগে থেকেই বিজেপির হয়ে কাজ করছেন। যে কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

Related Articles

Back to top button
error: