টিডিএন বাংলা ডেস্ক : অমিত শাহের লোকসভা কেন্দ্র গান্ধিনগরে অনুচ্ছেদ ৩৭০-এর নামে স্পোর্টস লিগ শুরু করেছে গেরুয়া শিবির। বিজেপির সেকেন্ড-ইন-কমান্ডের কেন্দ্রে কবাডি ও ফুটবলের প্রতিযোগিতার আয়োজন করেছে তারা। যার নাম দেওয়া হয়েছে গান্ধিনগর লোকসভা প্রিমিয়ার লিগ ৩৭০ বা জিএলপিএল ৩৭০।
আমেদাবাদ শাখার সাধারণ সম্পাদক জিতুভাই প্যাটেল এপ্রসঙ্গে বলেন, ২০১৯ সালে কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার করা হয়েছিল। তাই লিগের নামের সঙ্গে এই ধারাটি যুক্ত করা হয়েছে। ওই লোকসভা কেন্দ্রের বিজেপি নেতা হর্ষদ প্যাটেল বলেন, যে তরুণরা সদ্য ভোটের অধিকার পেয়েছে, তাদের বিজেপির প্রতি আকর্ষিত করতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। প্রত্যেকটি ওয়ার্ড থেকে যাতে ২টি টিম কবাডি ও ক্রিকেট টুর্নামেন্টে যোগ দেয়, তার চেষ্টা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০০৭ সাল থেকে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত শাহ। ক্রিকেট বোর্ডে ১৬ বছর ধরে কংগ্রেস শাসনের অবসান হয়। পাশাপাশি মোদি গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যানও ছিলেন শাহ। এখন তাঁর ছেলে জয় শাহ বিসিসিআই-এর সচিব পদে রয়েছেন।