HighlightNewsদেশ

ভারতে চলে এলো ‘স্পুটনিক ভি’, দাম ৯৯৫ টাকা, দেশে উৎপাদন শুরু হলে কমতে পারে দাম

টিডিএন বাংলা ডেস্ক: রাশিয়া থেকে আমদানি করা স্পুটনিক ভি আগামী সপ্তাহ থেকেই ভারতের বাজারে আসতে চলেছে বলে জানিয়েছে কেন্দ্র। আপাতত ৯৯৫ টাকা ৪০ পয়সা দামে কিনতে হবে ওই ভ্যাকসিন। যদিও পরে দেশে উৎপাদন শুরু হলে কমতে পরে ওই ভ্যাকসিনের দাম। ভারতে এই টিকা উৎপাদনের বরাত পেয়েছে ডক্টর রেড্ডি’স ল্যাবরেটরিজ। ওই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আমদানি করা টিকার সঙ্গে জুড়ছে ৫ শতাংশ জিএসটি। তাই এই টিকার দাম সামান্য বেশি। তবে দেশে এই টিকার উৎপাদন শুরু হলে স্পুটনিক ভি এর দাম কিছুটা কমতে পারে।

প্রসঙ্গত, বিশেষজ্ঞদের দাবি অনুযায়ী ফাইজার এবং মডার্না ছাড়া একমাত্র স্পুটনিক ভি-র করোনার বিরুদ্ধে কার্যক্ষমতা ৯১.৬ শতাংশ। তূলনায় অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা এবং সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড এবং ভারতের নিজস্ব টিকা ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের কার্যকারিতা কিছুটা কম। উল্লেখ্য, দেশে এখন বেসরকারি হাসপাতালগুলিকে ৬০০ টাকা দরে কোভিশিল্ড বিক্রি করছে সেরাম ইনস্টিটিউট। অন্যদিকে, বেসরকারি হাসপাতালগুলিকে ১২০০ টাকায় কোভ্যাক্সিন বিক্রি করছে ভারত বায়োটেক।

Related Articles

Back to top button
error: