দেশ

কথা রাখলেন স্ট্যালিন! প্রতিবাদকারীদের ৫৫৭০টি মামলা প্রত্যাহার তামিলনাড়ুতে

টিডিএন বাংলা ডেস্ক : যেমন কথা তেমন কাজ। তামিলনাড়ুতে সাংবাদিক ও প্রতিবাদকারীদের জন্য সুখবর! ২০১১ থেকে ২০২১-এর মধ্যে দায়ের করা ৫৫৭০টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিল স্ট্যালিন সরকার। এই মামলাগুলো দায়ের হয়েছিল CAA, NRC, কৃষি আইন এবং কিছু স্থানীয় সমস্যা সহ বিভিন্ন গণ বিক্ষোভে অংশ নেওয়া লোকদের বিরুদ্ধে। যা এদিন প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। এআইএডিএমকে-র শাসনকালে সাংবাদিকদের বিরুদ্ধে থাকা মামলাগুলিও প্রত্যাহার করা হয়েছে। ৫৫৭০ টি মামলার মধ্যে ২৮৩১টি মামলা দায়ের করা হয় কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদকারীদের বিরুদ্ধে।

২৪ জুন মুখ্যমন্ত্রী স্ট্যালিন বিধানসভায় ঘোষণা করেছিলেন, বিক্ষোভকারী এবং সংবাদমাধ্যমের উপর যে মামলাগুলি করা হয়েছে, সেগুলি প্রত্যাহার করা হবে। এরপর ৪ সেপ্টেম্বর তামিলনাড়ুর স্বরাষ্ট্রসচিব এস কে প্রভাকর একটি বিবৃতিতে জানিয়েছিলেন, সেখানকার পুলিশের ডিজি যে যে মামলাগুলি প্রত্যাহার করা হবে, তার যাবতীয় তথ্য সহ তালিকা তৈরি করে ফেলেছেন। এর মধ্যে ২৬ টি মামলা রয়েছে সংবাদমাধ্যমের বিরুদ্ধে। কৃষি আইনের বিরোধিতা করায় মামলা রয়েছে মোট ২ হাজার ৮৩১ টি। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদের কারণে মামলা রয়েছে ২ হাজার ২৮২ টি। এর পাশাপাশি মিথেন, নিউট্রিনো, এবং এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদীদের দমাতে দায়ের হওয়া ৪০৫টি মামলা প্রত্যাহার করতে চলেছে তামিলনাড়ু সরকার৷ কুডানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রতিবাদীদের ২৬টি ও মিডিয়া কর্মীদের বিরুদ্ধে করা ২৬টি মামলাও প্রত্যাহার করা হবে৷

CAA, NRC এবং তারপর তিনটি কৃষি আইন – ইস্যুতে দেশজুড়ে প্রতিবাদের ঝড়। সেই ঝড়ের প্রভাব থেকে বাদ ছিল না তামিলনাড়ুও। আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে নাগালের বাইরে না যায়, তা নিশ্চিত করতে শুরু হয়েছিল পুলিশি ধড়পাকড়। আইনের লাল ফিতের ফাঁস থেকে বাদ যায় নি সংবাদিকরাও। এবার সেই সব মামলা প্রত্যাহার করে নিচ্ছে তামিলনাড়ু সরকার।

Related Articles

Back to top button
error: