টিডিএন বাংলা ডেস্ক: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ বিধবা এবং আদিবাসী হওয়ার কারণে তাকে পরিকল্পনা করেই নতুন সংসদ উদ্বোধনের সময় এবং সেখানে প্রথম অধিবেশনের সময়েও তাকে ব্রাত্য করে রাখা হয়েছে! এমনই বিস্ফোরক অভিযোগ তুলে আবারও সনাতন ধর্মের বিরুদ্ধে লড়াইয়ের হুঁশিয়ারি দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের পুত্র উদয়নিধি।গত ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধনে ডাক পাননি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ। সেই সময় এই কারণে প্রতিবাদ জানিয়ে নতুন সংসদ ভবনের উদ্বোধনের অনুষ্ঠান বয়কট করে ছিল বিরোধীদলীয় জোটের শরিকরা।
এরপর গত মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সেই ভবনে লোকসভা এবং রাজ্যসভার প্রথম অধিবেশনের দিনেও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ না জানানোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সরকারের সমালোচনায় সরব হয় বিরোধীরা। এই আবহে গোটা বিতর্ককে নতুন মাত্রা দিলেন স্ট্যালিন পুত্র উদয়নিধি।
অভিনেতা রাজনীতিক উদয়নিধি এদিন বলেন, “রাষ্ট্রপতি দেশের প্রথম নাগরিক। অথচ নতুন সংসদ ভবনের উদ্বোধন এবং সূচনা অধিবেশন থেকে দূরে সরিয়ে রাখা হল। তিনি বিধবা এবং আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি বলেই তাঁর সঙ্গে এমনটা ঘটল। এটাই সনাতন ধর্ম? তা হলে বলব, এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।”