HighlightNewsরাজ্য

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন রাজ্যের মন্ত্রী ববি হাকিমের জামাই 

টিডিএন বাংলা ডেস্ক: তৃণমূল কংগ্রেসে পাননি তেমন কোনো গুরুত্ব। আর সম্ভবত সেই ক্ষোভের কারণেই এবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ববি হাকিমের জামাই ইয়াসির হায়দার। পঞ্চায়েত ভোটের পরপরই শাসকদলে ভাঙন ধরাতে পেরে বেশ খুশির হাওয়া কংগ্রেস শিবিরে। আর কংগ্রেসে যোগদানের পরই প্রাক্তন দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। এদিন ববি হাকিমের জামাইয়ের হাতে দলীয় পতাকা তুলে দেন অধীর চৌধুরী।

তিনি বলেন, “আমি আগে যে দলে ছিলাম, সেখানে কাজ করার সুযোগ পাচ্ছিলাম না। যারা দিন রাত দলের কাজ করে তাদের কেউ পাত্তা দেয় না। টিকিট নিয়ে যায় সেলিব্রিটিরা।” তিনি আরও বলেন, “তৃণমূলে যেমন দেখেন আপনারা তোলাবাজি-দুর্নীতি, এই কোনও কিছুর সঙ্গেই আমি যুক্ত ছিলাম না। আমি আমার সবটুকু দিয়ে কাজ করছিলাম। কিন্তু ২০১৯ কেন আমায় প্রার্থী করা হল না বুঝতে পারলাম না। উচ্চ-নেতৃত্বকে জানিয়েও কোনও লাভ হল না।”

কংগ্রেসে যোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, “জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে চাই। আমি কৃতজ্ঞ যে কংগ্রেস আমাকে সেই সুযোগটা দিচ্ছে। আমি অধীর চৌধুরীকে দেখে অনুপ্রাণিত হই। জাতীয় কংগ্রেসের কর্মী হিসাবে কাজ করতে চাই।”

Related Articles

Back to top button
error: