পুর-নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যজুড়ে সিবিআই তল্লাশি

টিডিএন বাংলা ডেস্ক: পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যজুড়ে চলছে সিবিআই তল্লাশি। কলকাতা থেকে জেলা, জেলা থেকে রাজ্য জুড়ে চলছে সিবিআই তল্লাশি। এদিন সকাল থেকে সল্টলেকে পুর ও নগরোন্নয়ন দফতরে সিবিআই তল্লাশি চলে। একইসঙ্গে, চুঁচুড়া, শান্তিপুর, ব্যারাকপুরেও চলে সিবিআই তল্লাশি। অয়ন শীলের বাড়িতেও এদিন সিবিআই তল্লাশি হয়। ব্যারাকপুর, পানিহাটি, দক্ষিণ দমদম পুরসভায় যায় সিবিআই টিম। নিয়োগের আগে কী কী রেজোলিউশন পাশ হয়েছিল, সেই কপির খোঁজ করে সিবিআই। যা যা পরীক্ষা হয়েছে তার খোঁজও নেওয়া হচ্ছে। জানা গিয়েছে, বিজ্ঞপ্তির কপি, প্রার্থীদের তালিকাও সংগ্রহ করবে সিবিআই।

একইসঙ্গে, অয়ন শীলের সংস্থা কীভাবে টেন্ডার পায়, কীভাবে নিয়োগ হয়, সব নথির খোঁজ করে সিবিআই। এই বিষয়ে পুর আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন সিবিআই আধিকারিকরা। ১৪টি জায়গায় পৌঁছেছে সিবিআই টিম। এদিন নিজাম প্যালেস থেকে তল্লাশি অভিযানে বেরোয় ৫ টি সিবিআই টিম। দিনভর পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে একের পর এক পুরসভায় তল্লাশি চালায় সিবিআই।

এছাড়া, চুঁচুড়ায় অয়ন শীলের ফ্ল্যাট এবং সংস্থা দুটি জায়গাতেই তল্লাশি চালানো হয়। অফিস তালাবন্ধ থাকায়, সিবিআই টিমের একজন একটি চিঠি নিয়ে স্থানীয় থানায় যান তল্লাশির আগে কারণ, বাড়িটি সিল করা ছিল। অন্য টিম অয়ন শীলের ফ্ল্যাটে তল্লাশি শুরু করে

এদিন, সকাল ১১টায় শান্তিপুর পুরসভায় যান সিবিআই আধিকারিকরা। পুরসভার বিভিন্ন এলাকায় ঘুরে দেখেন তাঁরা। পুর আধিকারিকদের সঙ্গে কথা শুরু হয়েছে। সিবিআইয়ের টিমের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। পুরসভায় যা যা নিয়োগ হয়েছে, সেই নিয়োগ সংক্রান্ত নথি খতিয়ে দেখবেন সিবিআই আধিকারিকরা। পুরসভার অফিস ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। সিবিআইয়ের নজরে রয়েছে, ব্যারাকপুর, পানিহাটি, দক্ষিণ দমদম পুরসভা।