রাজ্য

রতুয়া কেন্দ্রে ওয়েলফেয়ার পার্টির আরাফাত আলীর সমর্থনে মিছিল

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: মালদার রতুয়া বিধানসভা কেন্দ্রে ওয়েলফেয়ার পার্টির প্রার্থী আরাফাত আলীর সমর্থনে সোমবার মিছিল করে দলটির নেতা কর্মীরা। এদিন রতুয়ার বিভিন্ন এলাকা ঘুরে সন্ধ্যায় বাজারে এসে সভা হয়। মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাস্তার দুইধারে অসংখ্য মানুষ আরাফাত আলিকে হাতনেড়ে অভিবাদন জানিয়েছেন। মিছিল থেকে মদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে স্লোগান ওঠে। সন্ধ্যার সভায় বক্তব্য রাখেন রাজ্য সম্পাদক শাজাহান আলি, শ্রমিক নেতা মুজাফফর আলি, রাজ্য কমিটির সদস্য শাহজাদী পারভীন। প্রার্থী আরাফাত আলি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, দুশোর বেশি আসন না পেলে গাদ্দারদের কিনে নেবে। আমরা মমতা ব্যানার্জির কাছে জানতে চাই, রতুয়ার তৃণমূল প্রার্থী কি আপনার ‘গাদ্দারের’ তালিকায় আছে? আপনি জনগণকে জানান, কে কে গাদ্দার? আর ‘গাদ্দার’ জেনেও প্রার্থী করলেন কেন?
তিনি সামসি রেলগেট সমস্যার জন্য কংগ্রেস,সিপিএম,বিজেপি ও তৃণমূলকে দায়ী করেন। কেন রতুয়া আজো বঞ্চিত সেই প্রশ্ন করেন আরাফাত আলি।

Related Articles

Back to top button
error: