রাজ্য

কেন্দ্রের নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে মেদিনীপুরে জনসভা ওয়েলফেয়ার পার্টির

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মেদিনীপুর: কেন্দ্রের নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে মেদিনীপুরে জনসভা করলো ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। বুধবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে ওয়েলফেয়ার পার্টির সমাবেশ থেকে কেন্দ্র সরকারের কৃষক বিরোধী কৃষি আইন, সিএএ, এনআরসি ও এনপিআর সহ সমস্ত জনবিরোধী নীতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবিতে সরব হন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন পার্টির রাজ্য সভাপতি মনসা সেন, সম্পাদক সারওয়ার হাসান, মহিলা নেত্রী শাহাজাদী পারভীন, ফিটুর রাজ্য সভাপতি সেখ মোজাফফর, জেলা সভাপতি নজরুল আলি খান, জেলা কমিটির সদস্য ডাঃ শ্রীধর দাস, কাঁথির ব্লক সভাপতি সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

সমাবেশে ওয়েলফেয়ার পার্টির রাজ্য সভাপতি শ্রী মনসা সেন বলেন, গনতান্ত্রিক ভারতবর্ষে যেভাবে স্বৈরাচারী কেন্দ্র সরকার গনতন্ত্রেকে হত্যা করছে তা খুবই নিন্দনীয়।গনতন্ত্রে জনগণের উপর জোরপূর্বক কোন কিছু চাপিয়ে দেওয়ার অর্থ হলো স্বৈরতন্ত্র। দেশের মানুষ সিএএ, এনআরসি ও এন পি আরের বিপক্ষে থাকার পরেও,সরকার কেবলমাত্র ক্ষমতার জোরে বলপূর্বক জনগণের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে কোন আলাপ আলোচনা ছাড়াই একতরফা ভাবে তিনটি কৃষি আইন তৈরী করা হলো, কর্পরেটদের স্বার্থে তৈরী হওয়া এই আইনের বিরুদ্ধে গোটা দেশের কৃষক সমাজ আজ বিক্ষুব্ধ। কনকনে ঠান্ডায় আন্দোলনরত ৬০ জনের বেশি কৃষক শহীদ হওয়ার পরেও সরকারের কোন ভ্রক্ষেপ নেই। তিনি দাবি করেন সরকার যদি প্রকৃতপক্ষে কৃষকদের জন্য কিছু ভালো চায় তাহলে অবিলম্বে কৃষি আইন প্রত্যাহার করুক। পার্টির রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হাসান বলেন, আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়ে দিনের পর দিন সবকা বিকাশের পরিবর্তে কেবলমাত্র পুঁজিপতিদের বিকাশেই বেশী মনযোগী নরেন্দ্র মোদী। এই সরকারের মদতে পুঁজিপতিরা দেশকে লুট করছে আর কৃষকরা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে । এহেন পরিস্থিতিতে দেশকে বাঁচাতে কৃষক, শ্রমিক এবং দেশের সাধারন নাগরিক সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। কালা কানুন প্রত্যাহার না হওয়া পর্যন্ত কৃষকদের সমর্থনে ওয়েলফেয়ার পার্টি আন্দোলন জারি রাখার বার্তা দেন সারওয়ার হাসান।

Related Articles

Back to top button
error: