রাজ্য

করোনা টিকা নেয়ার কয়েক ঘন্টা পর মারা গেলেন বোলপুরের শিক্ষক

টিডিএন বাংলা ডেস্ক : শনিবার রাজ্যের স্বাস্থ্যদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২১০ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্ত ৫ লক্ষ ৭৪ হাজার ৯২৬ জন। এদিনও সংক্রমণের তালিকার শীর্ষে কলকাতা।

তবে এরই মধ্যে বোলপুরের এক শিক্ষাকর্মীর করোনা ভ্যাকসিন নেওয়ার পর মৃত্যুর ঘটনায় ছড়াল আতঙ্ক।

বোলপুরের শিক্ষাকর্মী ৫৩ বছর বয়সি তারক চক্রবর্তী ভোটকর্মী হিসেবে দায়িত্ব পালনের জন্য চিঠি পেয়েছিলেন। অন্যান্য ভোটকর্মীদের মতো তাঁকেও কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া হয়। বোলপুর থানার অন্তর্গত রজতপুর গ্রামের ওই বাসিন্দা বৃহস্পতিবার করোনার টিকা নিয়েছিলেন। কিন্তু টিকা নেওয়ার কয়েক ঘণ্টা পরই শুক্রবার তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যদিও তাঁর মৃত্যুর কারণ টিকা নেওয়া কি না, তা এখনও স্পষ্ট নয়।

Related Articles

Back to top button
error: